এক্সপ্লোর
‘জওয়ানদের জন্য বুলেটপ্রুফবিহীন ট্রাক’: রাহুল গাঁধীর ট্যুইট করা ভিডিও-র সত্যতা যাচাই করছে সিআরপিএফ
বুলেটপ্রুফবিহীন ট্রাকে পাঠানো নিয়ে জওয়ানদের আক্ষেপ করার ভিডিও ট্যুইট করে মোদি সরকারকে নিশানা রাহুল গাঁধীর। প্রধানমন্ত্রীর জন্য বিশেষ বিমান কেনা নিয়ে করলেন কটাক্ষ। "আমাদের জওয়ানদের শহিদ করার জন্য বুলেটপ্রুফবিহীন ট্রাকে পাঠানো হচ্ছে, আর প্রধানমন্ত্রীর জন্য ৮ হাজার ৪০০ কোটি টাকার বিমান আনা হয়েছে! এটা কি সুবিচার?" প্রশ্ন তুললেন রাহুল। ভিডিওর সত্যতা যাচাই করা হচ্ছে, জানাল সিআরপিএফ।
আরও দেখুন

















