এক্সপ্লোর
করোনা চিকিৎসায় সুখবর! কোভিশিল্ডে ছাড়পত্র দিল DGCI
Corona-র বিরুদ্ধে লড়াইয়ে নতুন বছরের শুরুতেই সুখবর। কোভিশিল্ডে ছাড়পত্র দিল DGCI। রয়টার্স সূত্রে এমনটাই খবর। ব্রিটিশ ভ্যাকসিনে অনুমোদন ড্রাগ কন্ট্রোলারের। এমনটাই সূত্রের খবর। জরুরি ভিত্তিতে প্রয়োগে অনুমোদন ড্রাগ কন্ট্রোলারের। কবে থেকে, কীভাবে প্রয়োগ, আগামী সপ্তাহে ঘোষণা। ভ্যাকসিনের ৪ থেকে ৫ কোটি ডোজ তৈরি, দাবি সিরামের। চলতি বছরে ৩০ কোটি ভ্যাকসিন তৈরির লক্ষ্যমাত্রা। কোভিশিল্ড প্রয়োগে ৯২-৯৫ শতাংশ সাফল্যের দাবি সিরামের।
আরও দেখুন

















