ভারত থেকে সরার নামই নেই, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ১৪টি কামান বসাল চিন সেনা
পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরানোর বিষয়ে চিন কি সত্যিই আন্তরিক? না এর নেপথ্যেও কোনও দূরভিসন্ধি রয়েছে? প্যাংগং লেক লাগোয়া এলাকার নতুন উপগ্রহ চিত্র আসার পরেই উঠতে শুরু করেছে প্রশ্ন। ছবিতে দেখা যাচ্ছে, প্যাংগং লেকের ফিঙ্গার ফোর এরিয়ায় প্রায় ১৪টি অত্যাধুনিক কামান বসিয়েছে চিনা সেনা। তৈরি করা হয়েছে একটি স্থায়ী নির্মাণ। যাকে ফিল্ড হাসপাতাল বলা হচ্ছে। কিন্তু তা নিয়েও সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের। প্রায় আড়াই মাস ধরে দু’দেশের সীমান্ত সংঘাত চলার পর চলতি মাসে গালওয়ান, গোগরা ও হটস্প্রিং এলাকা থেকে কিছুটা পিছু হটেছে চিনা সেনা। তবে ফিঙ্গার ফোর এলাকায় এখনও বসে পিএলএ। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে ভারতীয় সেনা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
