(Source: Poll of Polls)
'আইন তার নিজের কর্তব্য পালন করেছে' হায়দরাবাদ এনকাউন্টার প্রসঙ্গে বললেন সাইবারাবাদের পুলিশ কমিশনার
তেলঙ্গানায় পশু চিকিত্সককে ধর্ষণ-খুনকাণ্ডে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু ৪ অভিযুক্তের। অস্ত্র ছিনিয়ে পুলিশকে মারার চেষ্টা, তাই আত্মরক্ষার্থে গুলি, দাবি পুলিশের। পুলিশ সূত্রে খবর, পুনর্নির্মাণের জন্য রাত ৩টে নাগাদ ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় চার অভিযুক্তকে। ৪৪ নম্বর জাতীয় সড়কের ওপর আন্ডার পাসের কাছে পুনর্নির্মাণের সময়, এক পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে, পুলিশ কর্মীদের গুলি করে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। ভোর সাড়ে পাঁচটা থেকে সোয়া ছটা পর্যন্ত এনকাউন্টারের ঘটনা ঘটে। লোহার রড ও ইটপাথর নিয়ে পুলিশের উপর হামলা চালায় অভিযুক্তরা, এমনটাই দাবি পুলিশের। ২ পুলিশকর্মী হামলায় জখম হন। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। মৃত্যু হয় চার অভিযুক্তের। এনকাউন্টারের পরেই তেলঙ্গনা জুড়ে পুলিশকে সম্বর্ধনা দিতে মেতে ওঠেন স্থানীয় মানুষজন। কোথাও পুলিশের ওপর পুষ্পবৃষ্টি হয় , কোথাও আবার হাতে রাখি পরিয়ে , মুখমিষ্টি করে অভিনন্দন জানানো হয়। এনকাউন্টারের পরে রাজ্যের বিভিন্ন অংশেও দেখা যায় উত্সবের ছবি। তেলেঙ্গানার পুলিশকে অভিনন্দন জানান বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষরাও। ২৭ নভেম্বর রাতে, তেলঙ্গানার শামশাবাদে পশু চিকিত্সককে ধর্ষণ-খুনের ঘটনা ঘটে। এরপর ৪৪ নম্বর জাতীয় সড়কে আন্ডার পাসের কাছে নিয়ে গিয়ে চিকিত্সকের দেহ পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়। ওই ঘটনায় চারজনকে গ্রেফতার করে পুলিশ।