এক্সপ্লোর
Advertisement
Nagrota Encounter: নাগরোটায় মূল ষড়যন্ত্রী মাসুদ আজহারের ভাই, ২৬/১১-র ধাঁচে ছিল নাশকতার ছক
জম্মুর নাগরোটায় সেনা-জঙ্গি এনকাউন্টারে বিস্ফোরক তথ্য। সেনা সূত্রে খবর, ২৬/১১-র ধাঁচে কাশ্মীরে নাশকতার ছক কষা হয়। মূল ষড়যন্ত্রী মাসুদ আজহারের ভাই। সুড়ঙ্গ দিয়ে অনুপ্রবেশের আশঙ্কা।
সেনাবাহিনী সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ২টো নাগাদ সাম্বা সেক্টরে অনুপ্রবেশ করে জঙ্গিরা। ৩টেয় জম্মু-পাঠানকোট হাইওয়েতে তারা একটি ট্রাকে ওঠে। রাত ৩টে ৪৪-এ, সাম্বা টোল প্লাজায় এসে দাঁড়ায় অস্ত্র, বিস্ফোরক ও জঙ্গি বোঝাই ট্রাকটি। এর ৩৭ মিনিট পর, নাগরোটা টোল প্লাজায় ট্রাক পৌঁছলে শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই। সেনা সূত্রে খবর, নাগরোটা টোল প্লাজা পার হওয়ার পর সোজা শ্রীনগরে গিয়ে মুম্বইয়ের ধাঁচে হামলা চালানোর পরিকল্পনা ছিল জঙ্গিদের। সেনা সূত্রে খবর, জঙ্গিরা কোথায় পৌঁছেছে, কী করছে, P-1 ও P-55 এই দুটি সাঙ্কেতিক নম্বর থেকে মেসেজে আসছিল প্রশ্ন। পাকিস্তান থেকে মেসেজ করা হচ্ছিল নাকি, ভারতে জঙ্গিদের সঙ্গীরা লুকিয়ে রয়েছে, তা জানতে শুরু হয়েছে তল্লাশি। ওইদিন সেনা-জঙ্গি সংঘর্ষে চার জইশ জঙ্গির মৃত্যু হয়।
পাশাপাশি, আজ অবন্তীপোরায় দুই সন্দেহভাজন জইশ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। নাগরোটাকাণ্ডে আজ পাক হাইকমিশনারকে ডেকে পাঠিয়ে কড়া বার্তা দেয় দিল্লি।
সেনাবাহিনী সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ২টো নাগাদ সাম্বা সেক্টরে অনুপ্রবেশ করে জঙ্গিরা। ৩টেয় জম্মু-পাঠানকোট হাইওয়েতে তারা একটি ট্রাকে ওঠে। রাত ৩টে ৪৪-এ, সাম্বা টোল প্লাজায় এসে দাঁড়ায় অস্ত্র, বিস্ফোরক ও জঙ্গি বোঝাই ট্রাকটি। এর ৩৭ মিনিট পর, নাগরোটা টোল প্লাজায় ট্রাক পৌঁছলে শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই। সেনা সূত্রে খবর, নাগরোটা টোল প্লাজা পার হওয়ার পর সোজা শ্রীনগরে গিয়ে মুম্বইয়ের ধাঁচে হামলা চালানোর পরিকল্পনা ছিল জঙ্গিদের। সেনা সূত্রে খবর, জঙ্গিরা কোথায় পৌঁছেছে, কী করছে, P-1 ও P-55 এই দুটি সাঙ্কেতিক নম্বর থেকে মেসেজে আসছিল প্রশ্ন। পাকিস্তান থেকে মেসেজ করা হচ্ছিল নাকি, ভারতে জঙ্গিদের সঙ্গীরা লুকিয়ে রয়েছে, তা জানতে শুরু হয়েছে তল্লাশি। ওইদিন সেনা-জঙ্গি সংঘর্ষে চার জইশ জঙ্গির মৃত্যু হয়।
পাশাপাশি, আজ অবন্তীপোরায় দুই সন্দেহভাজন জইশ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। নাগরোটাকাণ্ডে আজ পাক হাইকমিশনারকে ডেকে পাঠিয়ে কড়া বার্তা দেয় দিল্লি।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement