এক্সপ্লোর
পায়লটের প্রত্যাবর্তন: ‘আশা করি, মতপার্থক্য সরিয়ে একসঙ্গে কাজ করতে পারব’, আশাবাদী গহৌলত
সচিন পায়লটের প্রত্যাবর্তনের পরই জয়সলমীর থেকে জয়পুরে ফেরানো হচ্ছে হোটেলে রাখা কংগ্রেস বিধায়কদের। বিমানবন্দরে যাওয়ার জন্য বাসে উঠে গানের সুরে গলা মেলালেন তাঁরা। গণতন্ত্র বাঁচাতে হলে সবাইকে সহনশীল হতে হয়। যেসব বন্ধুরা চলে গিয়েছিলেন তাঁরা ফিরে এসেছি। আশা করি মতপার্থক্য সরিয়ে রেখে আমরা একসঙ্গে কাজ করতে পারব, মন্তব্য অশোক গহৌলতের।
আরও দেখুন

















