এক্সপ্লোর
Advertisement
'সুশান্তের সঙ্গে পাবনা ফার্মহাউসে মাদক নিতেন সারা, যেতেন বান্দ্রার আবাসনেও'...কীভাবে সময় কাটত তাঁদের?
কোনও নিরাপত্তারক্ষী, বাউন্সার, বড় গাড়ি ছাড়াই সবার অলক্ষ্যে এনসিবি অফিসে হাজির হয়ে চমক দীপিকার। সূত্রের খবর, গতরাতেই এনসিবি অফিসের সামনে একটি বড় হোটেলে এসে ওঠেন দীপিকা-রনবীর। গভীর রাত পর্যন্ত এবং আজ সকাল থেকে তাঁরা দু’জনে আইনজীবীদের একটি দলের সঙ্গে বৈঠক করেন। দীপিকা এনসিবির প্রশ্নের উত্তরে কী বলবেন, তার রূপরেখা তৈরি করে দেন আইনজীবীরা। সূত্রের খবর, দীপিকা এনসিবি অফিসে একা এলেও, কাছাকাছি কোনও হোটেলে ঘাঁটি গেড়েছেন রনবীর। গতকালই এই খবর সামনে এসেছিল যে, দীপিকার প্যানিক অ্যাটাক হতে পারে এই আশঙ্কায়, জিজ্ঞাসাবাদের সময় তাঁর সঙ্গে থাকার ইচ্ছে প্রকাশ করেছিলেন রনবীর।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement