এক্সপ্লোর
সিডনি টেস্টে বর্ণবৈষম্যের ঘটনার তীব্র নিন্দা হরভজন সিংহ, ভিভিএস লক্ষ্মণদের, কড়া বার্তা ক্রিকেট অস্ট্রেলিয়ার
সিডনি টেস্টের চতুর্থ দিনেও ফের বর্ণবৈষম্য ভারতীয় পেসার মহম্মদের সিরাজের বিরুদ্ধে। বর্ণবিদ্বেষী মন্তব্য গ্যালারি থেকে। বর্ণবিদ্বেষী মন্তব্য দর্শকদের একাংশের। আম্পেয়ারের কাছে অভিযোগ ভারতীয় দলের। অভিযুক্তদের মাঠ থেকে বের করে দিল কর্তৃপক্ষ। ১৫ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় খেলা। ঘটনায় তীব্র নিন্দায় হরভজন এবং লক্ষ্মণরা। এই ধরনের আচরণ কোনও ধরনের মানা হবে না। বিবৃ্তি ক্রিকেট অস্ট্রেলিয়ার। বিসিসিআইয়ের (BCCI) কড়া অবস্থানের পর বিবৃ্তি ক্রিকেট অস্ট্রেলিয়ার।
আরও দেখুন

















