এক্সপ্লোর
Advertisement
সুশান্তের কাছে ড্রাগ কীভাবে পৌঁছত? রিয়ার মুখে শ্রদ্ধা কপূরের নাম! তবে কি শক্তি-কন্যাও?
রাজপুতের মৃত্যু এবং ড্রাগ অ্যাঙ্গলে এবার এনসিবির নজরে অভিনেত্রী শ্রদ্ধা কপূর। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে সূত্রের খবর। একই মামলায় রিয়া চক্রবর্তীর প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহা এবং সুশান্তের প্রাক্তন বিজনেস ম্যানেজার শ্রুতি মোদিকে কাল তলব করেছে এনসিবি। সারা আলি খান এবং শ্রদ্ধা কপূর-সহ আরও অনেকের নাম বলেছেন রিয়া চক্রবর্তী।
এনসিবি সূত্রে দাবি, জেরার মুখে রিয়া জানান, তিনি মাঝে মাঝে সারার থেকে ড্রাগ নিতেন। সূত্রের দাবি, তদন্তে জানা গিয়েছে, সুশান্তের ফার্মহাউসের পার্টিতে থাকতেন শ্রদ্ধা কপূর। এই প্রেক্ষিতে শ্রদ্ধার ভূমিকা খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। এছাড়া অভিনেত্রী রকুল প্রীত সিংহ এবং ফ্যাশন ডিজাইনার সিমোন খামবাটাকেও এনসিবি সমন পাঠাতে পারে বলে সূত্রের দাবি।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement