NEET Scam: 'পরীক্ষার পবিত্রতা হলে, নতুন করে পরীক্ষার নির্দেশ', নিট প্রসঙ্গে বলল সুপ্রিম কোর্ট
ABP Ananda Live: প্রশ্নফাঁস হয়েছে, এতে কোনও সন্দেহ নেই' । NEET UG-তে প্রশ্নফাঁস হয়েছে এটা স্পষ্ট, মন্তব্য সুপ্রিম কোর্টের 'পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়ে থাকলে, নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে' । 'দোষীদের চিহ্নিত করতে না পারলে, নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে' । 'সোশাল মিডিয়ায় প্রশ্নফাঁস হয়ে থাকলেও নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে' । 'হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো সোশাল নেটওয়ার্কে প্রশ্নফাঁস হয়ে থাকলে, দাবানলের মতো ছড়িয়েছে' । 'কীভাবে প্রশ্নফাঁস খতিয়ে দেখতে হবে, ভুল হয়ে থাকলে মানতে হবে' । 'আগে থেকেই কিছু হয়নি, এটা বলবেন না' । NEET UG বাতিলের দাবির মামলায় কেন্দ্রকে বলল সুপ্রিম কোর্ট । 'প্রশ্নফাঁসের ব্যাপ্তি কতটা, তা দেখতে হবে' । 'প্রশ্নফাঁসের ফলে কতজনের ফায়দা, তা দেখতে হবে' । 'প্রশ্নফাঁসের ফলে সুবিধেভোগীদের বিরুদ্ধে কী ব্যবস্থা?' NEET UG-তে প্রশ্নফাঁসের মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। 'সুবিধাভোগীদের খুঁজে বের করতে AI প্রযুক্তি কাজে লাগানো যায়?' -- সাইবার ফরেন্সিক বিশেষজ্ঞদের কাজে লাগানো যায় কিনা দেখতে হবে। কী বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু?