India Pakistan News : জঙ্গলে লুকিয়ে ২-৩ জন জঙ্গি, উপত্যকায় ফের গুলির শব্দ, সোপিয়ানে আতঙ্ক।
ABP Ananda Live : উপত্যকায় ফের গুলির শব্দ, সোপিয়ানে আতঙ্ক। সোপিয়ানে জঙ্গলে তল্লাশি চলাকালীন গুলির শব্দ। এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।
'পাকিস্তানের সঙ্গে কথা হলে হবে শুধু পাক অধিকৃত কাশ্মীর নিয়েই', কড়া বার্তা প্রধানমন্ত্রীর
'সবার প্রথমে ভারতের সেনা, বিজ্ঞানীদের স্যালুট জানাচ্ছি' । আমাদের বীর সৈনিকরা অপারেশন সিঁদুরের জন্য অসীম শৌর্য দেখিয়েছে' । ২২ এপ্রিল পহেলগাঁওয়ে নিরীহদের উপর হামলা চালিয়েছে জঙ্গিরা' । 'দেশের সম্প্রীতি ভাঙার কর্দযতম চেষ্টা চালানো হয়েছিল' । এই হামলার পরে গোটা দেশ, সমস্ত রাজনৈতিক দল সন্ত্রাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ চেয়েছিল' । আমরা সন্ত্রাসবাদকে মাটিতে মিশিয়ে দিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম' । এখন সবাই জেনে গিয়েছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি' । অপারেশন সিঁদুর সবাইকে ন্যায় দিয়েছে' । '৬ মের মধ্যরাত, ৭ মে ভোরে ভারতীয় সেনা পাকিস্তানে জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করেছে' 'সন্ত্রাসবাদীরা কখনও স্বপ্নেও ভাবেনি, ভারত এত বড় পদক্ষেপ নেবে' । পাকিস্তানে সন্ত্রাসের আখড়ায় ভারতের মিসাইল হামলা চালিয়েছে 'সন্ত্রাসবাদীদের মনোবলও ভেঙে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী' 'মুরিদেকের মতো জায়গায় আন্তর্জাতিক সন্ত্রাসের বিশ্ববিদ্যালয় চলছিল' আমেরিকা, ব্রিটেন ছাড়াও ভারতে বড়বড় হামলার হেডকোয়ার্টার্স ধ্বংস হয়েছে শতাধিক কুখ্যাত জঙ্গিকে শেষ করে দিয়েছে ভারত, বললেন নরেন্দ্র মোদি।





















