Modi On Operation Sindoor: আপনারা প্রমাণ করে দিয়েছেন যে, এই খেলায় আপনারা চমৎকার: মোদি
ABP Ananda Live: জাতির উদ্দেশে ভাষণে গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বুঝিয়ে দিয়েছিলেন, জঙ্গি হামলা হলে কোনও ছাড় নেই। যে সরকার জঙ্গিদের মদত দেবে তাদেরও একই চোখে দেখবে ভারত। পাকিস্তানের উদ্দেশে একাধিক কড়া বার্তা পাঠানো হয়। এদিন আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে বক্তব্য রাখার সময়ও সেই একই সুরে প্রধানমন্ত্রী আরও একবার পাকিস্তান ও পাক-মদতপুষ্ট জঙ্গিদের উদ্দেশে হুঙ্কার ছাড়লেন, "ঘরে ঢুকে মারব। বাঁচার কোনও সুযোগও দেব না।" প্রধানমন্ত্রীর কথায়, "যে পাকিস্তানি সেনার ভরসায় এই জঙ্গিরা বসেছিল, ভারতের সেনা-বায়ুসেনা-নৌসেনা পাকিস্তানি সেনাকে ছারখার করে দিয়েছে। আপনারা পাকিস্তানি সেনাকে বুঝিয়ে দিয়েছেন, পাকিস্তানে এমন কোনও ঠিকানা নেই, যেখানে বসে জঙ্গিরা স্বস্তিতে থাকতে পারবে। ঘরে ঢুকে মারব। বাঁচার কোনও সুযোগও দেব না। আমাদের ড্রোন, মিসাইলের কথা ভেবেই পাকিস্তানের কয়েকদিন ঘুম হয়নি।"

















