POK: পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গি প্রশিক্ষণ শিবিরের হদিশ!| Bangla News
পাক অধিকৃত কাশ্মীরে (POK) জঙ্গি প্রশিক্ষণ শিবিরের হদিশ। সূত্রের দাবি, পাক অধিকৃত কাশ্মীরের সোমানি উপত্যকায় বিশাল এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে জঙ্গি প্রশিক্ষণ শিবির। সূত্রের দাবি, আইএসআই -এর সক্রিয় মদতে শিবিরে আল বদর ও অন্যান্য জঙ্গি সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রাজৌরি সেক্টর দিয়ে তাঁদের ভারতে পাঠানোর ছক কষা হচ্ছে। এর জন্য মুনাওয়ার নদী ও আশপাশের এলাকার ৪-৫টি রুট ব্যবহার করা হতে পারে। গোয়েন্দা সূত্রে খবর, ওই এলাকায় রয়েছে পাকিস্তানি সেনার ১২টি পোস্ট। ওই এলাকায় কুয়াশা, তুষারপাতের সুযোগ নিয়ে ভারতে জঙ্গিদের পাঠানো হতে পারে। প্রতিকূল পরিস্থিতিতে ওই এলাকায় নজরদারি চালানো বেশ কঠিন। সেই সুযোগই সম্ভবত নিতে চাইছে আইএসআই (ISI), এমনটাই সূত্রের খবর।

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
