২৪'র সেমি ফাইনাল (Seg 8): গোয়া-উত্তরপ্রদেশে BJP-র সংখ্যাগরিষ্ঠতা, পাঞ্জাব দখল AAP-এর | Bangla News
উত্তরপ্রদেশে বিজেপিকে যথেষ্ট স্বস্তিতে রেখেছে ট্রেন্ড। পাঞ্জাবে নিঃসন্দেহে আপ-এর জয়জয়কার। সরকার গঠনের দাবি জানাতে চলেছে এই দল। গোয়াতেও এগিয়ে বিজেপি। মণিপুরে সংখ্যাগরিষ্ঠতা বিজেপির।
এদিকে, বিধানসভার পোর্টিকোতে বিক্ষোভ প্রদর্শন করছে রাজ্য বিজেপি (BJP)। রয়েছেন দুই সাসপেন্ডেড বিধায়ক। কোচবিহারেরে বিধায়ক মিহির গোস্বামী, এবং পুরুলিয়ার সুদীপ মুখ্যার্জী। এই দুই বিধায়ককে চলতি অধিবেশনের জন্যে সাসপেন্ড করা হয়েছে। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আগেই বলেছিলেন, উত্তরপ্রদেশের ফলাফল আসার পর নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়বে পদ্ম শিবির। আজ ফলাফল আসার পর রাজ্য বিজেপির উৎসাহ উদ্দীপনা নজর কাড়ার মত। শুভেন্দু অধিকারী বলেন, "রাজ্যের কোনও পুরসভায় জনগণ ভোট দিতে পারেন নি। তৃণমূল রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের সহায়তায় কাউকে ভোট দিতে দেয়নি। ভোট দিয়ে গেছেন স্বর্গ থেকে নেমে আসা দ্বিজেন মুখোপাধ্যায়ের মত সঙ্গীত শিল্পীরা। আমাদের অন্তত ২০ জনেরও বেশি বিধায়ক, যাঁরা পুর এলাকার বাসিন্দা হয়েও কেউ ভোট দিতে পারেন নি।"