Asansol Bypoll: BJP-কে 'চমকানোর' হুমকি, পাণ্ডবেশ্বরের বিধায়কের প্রচারে নিষেধাজ্ঞা।Bangla News
পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। পাশাপাশি, কমিশন তাঁকে ভর্ত্সনাও করেছে। আজ সকাল ১০টা থেকে ৬ এপ্রিল রাত ৮টা পর্যন্ত কোনও প্রচার করতে পারবেন না পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। নির্দেশ কমিশনের। গতকাল নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে বিজেপি। তার প্রেক্ষিতেই নিষেধাজ্ঞা জারি কমিশনের। সম্প্রতি পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে তাঁকে বলতে শোনা যায়, কট্টর বিজেপি সমর্থকদের চমকাতে হবে। যাতে তাঁরা ভোট দিতে না যান। এবিপি আনন্দ ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। পাণ্ডবেশ্বর বিধানসভাও এর মধ্যে পড়ছে।






















