Asansol Vaccination Controversy: ভ্যাকসিনেশন কাণ্ডে তবসসুম আরার বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপির
কুলটি ভ্যাকসিনেশন ক্যাম্পে টিকা বিতর্কে আরও অস্বস্তিতে আসানসোলের (Asansol) প্রাক্তন ডেপুটি মেয়র তবসসুম আরা (Tabassum Ara)। কুলটি থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল বিজেপি (BJP)। আসানসোল সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের তরফে গতকাল অভিযোগ জানানো হয়েছে। সঠিক তদন্তের দাবি জানানো হয়েছে। অন্যদিকে এদিন ভ্যাকসিন গ্রহীতার বাড়িতে যান আসানসোল পুরসভার একটি মেডিক্যাল টিম। পুরসভার চিকিৎসক জানিয়েছেন নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে তবসসুমের হাত থেকে টিকা নেওয়া ওই মহিলাকে।
প্রসঙ্গত, ভ্যাকসিন দিলেন প্রাক্তন ডেপুটি মেয়র। আসানসোলে ভ্যাকসিন ক্যাম্পে গিয়ে নিজের হাতে ভ্যাকসিন দিয়ে বিতর্কে প্রাক্তন ডেপুটি মেয়র তবসসুম আরা। পুরসভার ভ্যাকসিন ক্যাম্পে আচমকাই এক মহিলাকে তিনি ভ্যাকসিন দেন। চিকিৎসক নন তবসসুম, নেই কোনওরকম নার্সিং প্রশিক্ষণও। এভাবে ভ্যাকসিন দেওয়া অনুচিত, মন্তব্য বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের। তবে ভ্যাকসিন দেওয়ার কথা অস্বীকার করেন ওই তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘আমি ভ্যাকসিন দিই নেই, শুধু ইনজেকশন হাতে নিয়েছিলাম।’