Birbhum Violence: 'TMC নয়, BJP-কে পথে বসিয়েছে নরেন্দ্র মোদি', BJP প্রতিনিধিদলের ছবিকে কটাক্ষ কুণালের।Bangla News
দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল রওনা হলেন বগটুইয়ের উদ্দেশে। সকাল থেকেই দেখা যায়, বোলপুরে যখন বিজেপির এই প্রতিনিধি দল ঢোকে, তখন বিভিন্ন জায়গায় রাস্তা যানজটে বিদ্ধ হয়ে থাকে। রাস্তার মাঝে ট্রাক বা ডাম্পার খারাপ হয়ে পড়ে থাকতে দেখা যায়। তারপরেও বিভিন্ন রাস্তা বদল করে এই কনভয় যখন সাঁইথিয়ায় পৌঁছায়, সেখানেও একই পরিস্থিতির সৃষ্টি হয়। তারপরই শুরু হয় অগ্নিগর্ভ পরিস্থিতি। ১ ঘণ্টা এই উত্তপ্ত পরিস্থিতি চলার পর অবশেষে বগটুইয়ের উদ্দেশে রওনা দেন তারা। এ প্রসঙ্গে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "ওই এলাকায় ছবি তুলতে যাবে, রাজনৈতিক ট্যুরিজম হিসেবে ব্যবহার করবে, এটা দুর্ভাগ্যজনক। বিজেপি যে পথে বসার ছবি তুলছে, সে পথে তৃণমূল বসায়নি। বিজেপিকে পথে বসিয়েছেন প্রধনামন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।


















