Burdwan Medical Fire: 'না জেনে আলটপকা মন্তব্য', বর্ধমান মেডিক্যালে আগুন নিয়ে দিলীপের কটাক্ষের পাল্টা সৌগত। Bangla News
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক করোনা রোগীর। মৃতের নাম সন্ধ্যা মণ্ডল। বাড়ি পূর্ব বর্ধমানের গলসিতে। এদিন ভোর সাড়ে ৪টে নাগাদ কোভিড ওয়ার্ডের ৬ নম্বর ব্লকে আগুন লাগে। আগুন নেভানোর কাজে প্রথমে হাত লাগান রোগীর আত্মীয় ও হাসপাতালের কর্মীরা। পরে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মশা মারার ধূপ থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। 'মুখ্যমন্ত্রী শুধু বড় বড়় কথা বলেন, ডাক্তার নেই, নার্স নেই। রাতের বেলা দেখার লোক নেই। দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাস্তবটা।' কটাক্ষ দিলীপ ঘোষের।
এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সৌগত রায় বলেন, 'আগুন লাগা একটা দুর্ঘটনা। তবে আগুন যাতে না লাগে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা অনেক রাজ্যের থেকে ভাল। দিলীপ বাবুরা না জেনে অনেক কিছু আলটপকা বলে দেন। দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। কোনও অর্থ নেই।'