Dilip Ghosh: 'তেলের উপর কর নিয়ে ত্রিপুরা, গোয়ায় দল চালাচ্ছে তৃণমূল', অভিযোগ দিলীপের| Bangla News
ভ্যাট কমানোর দাবিতে বিজেপির (BJP) মিছিল। বর্ধমানের বীরহাটায় মিছিলে ধুন্ধুমার। আজ মিছিলে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "অন্যান্য রাজ্যে পশ্চিমবঙ্গের থেকে অন্তত ১০-১৫ টাকা কম দামে পেট্রোল-ডিজেল পাওয়া যাচ্ছে। কিন্তু দিদিমণি (Mamata Banerjee) ভ্যাট কমাচ্ছেন না। কথায় কথায় উনি বলেন, এগিয়ে বাংলা। এখন বুঝলাম পেট্রোল-ডিজেলের দামেতে এগিয়ে বাংলা। দিদিমণি (Mamata Banerjee) কেন্দ্রের টাকায় কামিয়ে নেন। এরকম কাটমানির সরকার আমরা কোথাও দেখিনি। করোনাকালে বিনামূল্যে রেশন দিয়েছে কেন্দ্র। পেট্রোপণ্যে শুল্ক কমিয়েছে কেন্দ্র, মুখ্যমন্ত্রী কবে ভ্যাট কমাবেন? বিজেপিকে ভয় পায় তৃণমূল (TMC) সরকার। ২৩ রাজ্য পেট্রোপণ্যে ভ্যাট কমিয়েছে, বাংলা কবে কমাবে?"
তিনি আরও বলেন, "কংগ্রেস সরকার তেলে বন্ড চালু করে গেছে। সেই কারণে ঋণের বোঝা বেড়েছে, শোধ করছেন মোদি (Narendra Modi)। রাজ্য সরকার দ্বিগুণ কর নিচ্ছে তেলের উপর। এখন ত্রিপুরা ও গোয়ায় নতুন দোকান খুলেছে তৃণমূল (TMC)। অভিষেকের (Abhishek Banerjee) সভায় ভিড় দেখানোর জন্য বাসে করে লোক নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। তেলের উপর কর নিয়ে ত্রিপুরা, গোয়ায় দল চালাচ্ছে তৃণমূল। ত্রিপুরায় কেউ জানে না তৃণমূল কী।"