Dilip on Fake IAS: 'ভ্যাকসিনেও সিণ্ডিকেট চলছে রাজ্যে', কসবাকাণ্ড নিয়ে কটাক্ষ দিলীপের
কসবায় ভুয়ো নথি দিয়ে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প। কসবা থানার অদূরে ১০ থেকে ১২ দিন চলল এই ক্যাম্প। কোভিশিল্ড বলে ভুয়ো ক্যাম্পে যা দেওয়া হয়েছে তাও কী ভুয়ো? নমুনা পাঠানো হচ্ছে ল্যাবে। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘এতদিন অন্যকিছু নিয়ে সিণ্ডিকেট চলত, এখন কোভিড ভ্যাকসিনেও সিণ্ডিকেট চলছে রাজ্যে। এখানে টেট, এসএসসির মতো সরকারি চাকরির পরীক্ষাতেও টাকা নেওয়া হয়। কেন্দ্র থেকে আসা ভ্যাকসিন পড়ে থাকছে, মানুষকে দেওয়া হচ্ছে না। ক্রাইসিস তৈরি করা হচ্ছে। বেশি দাম নিয়ে ভ্যাকসিন বিক্রি করার জন্য এইসব করা হচ্ছে।’ প্রসঙ্গত, পুরসভার যুগ্ম কমিশনার পরিচয় দিয়ে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প করে ধৃত দেবাঞ্জন দেব। কসবার এই ক্যাম্পে গিয়েই টিকা নেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। পুলিশ সূত্রে খবর, শুধু কসবা নয় আরও অন্য জায়গায় ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প করেছিল দেবাঞ্জন দেব (Debanjan Deb)।