Dilip Vs Atin: 'কসবাকাণ্ডে FBI তদন্তেও অসুবিধে নেই', BJP-কে কটাক্ষ অতীনের, 'পুরসভা জড়িত', আক্রমণ দিলীপের
কসবায় ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পকাণ্ডে তৃণমূল সরকারকে নিশানা করেছে রাজ্য বিজেপি (BJP)। আজ দিলীপ ঘোষ (Dilip Ghosh) এই প্রসঙ্গে বলেন, ‘ঘটনায় কলকাতা পুরসভা জড়িত। পুরসভার সবাই এই ঘটনা সম্পর্কে জানত। পুরসভার লোগো ব্যবহার করত দেবাঞ্জন দেব। দেবাঞ্জনের সঙ্গে লেনদেন সবার আছে। তৃণমূল (TMC) দলটি এখন দুর্নীতিগ্রস্ত নেতাতে ভরে গেছে।’ অন্যদিকে ভ্যাকসিন-প্রতারণাকাণ্ডে (Kasba Vaccine Scam) কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অভিযুক্ত দেবাঞ্জন দেবের (Debanjan Deb) সঙ্গে শাসকদলের নেতা-নেত্রীদের যোগাযোগ ছিল বলে চিঠিতে দাবি করা হয়েছে। এই নিয়ে বিজেপির কটাক্ষের উত্তর দিয়েছেন অতীন ঘোষ (Atin Ghosh)। তিনি বলেন, ‘প্রচারের আলোয় থাকতেই ভিত্তিহীন অভিযোগ করছে বিজেপি। এই ঘটনার দায় সরকার অস্বীকার করছে না। যারা ভ্যাকসিন নিয়েছেন তাঁদের স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের ভ্যাকসিন দেওয়ার দায়িত্ব রাজ্য সরকার নেবে। দিলীপবাবুদের কোনও দায় নেই। সিবিআই বাংলার কোনও তদন্তই সম্পূর্ণ করতে পারেনি। সিবিআই (CBI) কেন এফবিআই-তে গেলেও আমাদের কোন অসুবিধা নেই।’