KMC Election 2021: 'এখানে তো ভোট নেই, এখানে আটকাচ্ছেন কেন? শুভেন্দুর বাড়ি ঘেরাও প্রসঙ্গে অর্জুন সিংহ| Bangla News
১৬ জন বিধায়ক নিয়ে সল্টলেকের বাড়িতে বৈঠক করছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সঙ্গে রয়েছেন আরও কয়েকজন বিজেপি নেতা। কিছুক্ষণ পর জয়প্রকাশ মজুমদার বাড়ি থেকে বেরিয়ে আসেন। বিধাননগর থানার পুলিশের সঙ্গে বচসা এবং বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। র্যাফ সহ পুলিশের বিভিন্ন বাহিনী সল্টলেকের এই বাড়িটিকে ঘিরে রেখেছে। বাড়ি থেকে কাউকে বেরোতে দেওয়া হচ্ছে না। কী কারণে পুলিশের এই সিদ্ধান্ত তা এখনও জানা যাচ্ছে না। কিছুক্ষণ আগেই বাড়িতে এসে উপস্থিত হয় বিজেপি সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh)। অবরুদ্ধ করে রাখা হয়েছে গোটা বাড়ি।
অর্জুন সিংহ বলেন, 'গণতন্ত্র নেই, সেটা বারবার প্রমাণ হয়ে গিয়েছে। এখানে তো ভোট নেই, এখানে আটকাচ্ছেন কেন? কলকাতা থেকে বাইরে আটকানো হয়েছে। ভবানীপুরে ভোট হচ্ছিল যখন তখন মন্ত্রীরা ঘুরে বেড়াচ্ছিল। আতঙ্কের মধ্যে দিদিমণি আছেন। কোর্টকে বলা হয়েছিল, কোর্ট আমাদের কথা বিশ্বাস না করে এই পুলিশের উপর ভরসা রেখেছিলেন।'