Mamata Banerjee: গোয়া সফরে মমতা বন্দ্য়োপাধ্য়ায়, আগামী মাসে ফের পাহাড়ে আসার কথা ঘোষণা তৃণমূল নেত্রীর| Bangla News
গোয়া যাওয়ার আগে আগামী মাসে ফের পাহাড়ে আসবেন বলে জানালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। কাল গোয়ায় তৃণমূল নেত্রীর একাধিক রাজনৈতিক কর্মসূচি। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের গোয়া সফর নিয়ে তুঙ্গে উঠেছে তৃণমূল, বিজেপির তরজা।
মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) পানাজি বিমানবন্দর থেকে বেরোনোর পর দেখানো হয় কালো পতাকা। দেওয়া হয় জয় শ্রীরাম স্লোগান।
এবার কলকাতায় ১০০ ছাড়াল ডিজেল। লিটারে ৩৬ পয়সা বেড়ে শহরে ডিজেলের নতুন দাম হল ১০০ টাকা ১৪ পয়সা। লিটারে ৩৩ পয়সা বেড়েছে পেট্রোলও। আজ কলকাতায় পেট্রোলের নতুন দাম ১০৮ টাকা ৭৮ পয়সা। কলকাতা-সহ রাজ্যের ২৩টির মধ্যে ২২টি জেলাতেই সেঞ্চুরি পার করেছে ডিজেল। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারেও। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় মাছ থেকে সব্জি, সবকিছুরই দাম বেড়েছে। পকেটে টান পড়ছে মধ্যবিত্তের।
![Delhi Stampede : নয়াদিল্লির ঘটনায় রেল এবং পুলিশি ব্যর্থতাকে দায়ী করছেন কংগ্রেস মুখপাত্র রশিদ আলভি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/b9f3a4247147cd056f6d4e824b2ded781739779910520535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![TMC News : মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক ! বিধিনিষেধ ভাঙলেন শাসকদলের বিধায়ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/316423595a8b8772e5d59eca924ab0e71739777385971535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arms recovery : কার্তুজকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে ৬। জালে BBD বাগের অস্ত্রের দোকানের আরও এক কর্মী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/66b05d82aba11302a785700d41a9e1761739776807207535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Delhi Stampede : নয়াদিল্লিতে মর্মান্তিক ঘটনা। 'অতিরিক্ত ভিড়ের কারণেই দুর্ঘটনা', বললেন যোগী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/7c5dcd63e7cf7f8d0014ea064225f19e1739701329298535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Delhi Stampede: শেষ মুহূর্তে প্ল্যাটফর্ম বদল ট্রেনের? হুড়োহুড়িতে নয়াদিল্লিতে মর্মান্তিক ঘটনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/707a11971be28e7a3a8a4f20d159c7a91739701891801535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)