Morning Headlines: মুম্বইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বৈঠক করলেন আদিত্য ঠাকরের সঙ্গে | Bangla News
আঞ্চলিক দলের সঙ্গে জোট-বার্তা দিয়ে মুম্বইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। হোটেলে আদিত্য ঠাকরে (Aditya Thackeray) ও মমতা বৈঠক। আজ শরদ পওয়ারের (Sharad Pawar) সঙ্গে সাক্ষাৎ।
সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গেলেন পুলিশ মেমোরিয়ালে। মুম্বইয়ে শিল্পপতিদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। আমন্ত্রণ জানাবেন শিল্প সম্মেলনে।
ঘরে ফিরতেই বারাবনিতে বিজেপি (BJP) কর্মীদের বেধড়ক মার। ভাইরাল ভিডিও। নীরব দর্শক পুলিশ, কটাক্ষ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। সম্পত্তি নিয়ে বিবাদ, পাল্টা তৃণমূল (TMC)।
পুরভোট নিয়ে বিজেপির ভার্চুয়াল বৈঠকে আচমকা ক্ষুব্ধ রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly)। বেরিয়ে গেলেন বৈঠক ছেড়ে। আর এধরনের বৈঠকে ডাকবেন না, বললেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), দিলীপ ঘোষদের (Dilip Ghosh)।
পুরভোটের প্রার্থী না হওয়ার ক্ষোভ বিরোধী শিবিরেও। বহিষ্কৃত বিজেপি নেতা। বিধান ভবনে মহিলা কংগ্রেসের রাজ্য সম্পাদকের বিক্ষোভ।
কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চায় বিজেপি, রাজ্যপালের (Jagdeep Dhankhar) কাছে দরবার। কমিশনকে নির্দেশ দেওয়ার আশ্বাস ধনকড়ের। এখনও শিক্ষা হয়নি, খোঁচা তৃণমূলের।
১২ সাংসদের সাসপেনশন নিয়ে উত্তাল সংসদ (Parliament)। দফায় দফায় অধিবেশন মুলতুবি। সিদ্ধান্ত পুনর্বিবেচনা, বেঙ্কাইয়াকে চিঠি খাড়গের।
সংসদে দূরত্ব। বিরোধীদের ১০ মিনিট পরে কক্ষ ছাড়ল তৃণমূল। হাজির গাঁধীমূর্তির পাদদেশের বিক্ষোভে। আজ থেকে ধর্নায় ১২ জন সাসপেন্ডেড সাংসদ।
বছর ঘুরলেই উত্তরপ্রদেশ ভোট। ফের রথযাত্রার প্রস্তুতি বিজেপি। কেন্দ্র-রাজ্যের সাফল্যের প্রচারে ঘরে ঘরে যাওয়ার ডাক যোগী আদিত্যনাথের।
ফের বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। ১০৩ টাকা ৫০ পয়সা বেড়ে সিলিন্ডার প্রতি ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম হল ২১৭৭ টাকা।
করোনার (Corona) ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি? চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বেড়ে ৮.৪ শতাংশ। বিভিন্ন শিল্প চাঙ্গা হওয়ার সুফল, মত বিশেষজ্ঞদের।
গ্রুপ সির নিয়োগেও দুর্নীতির অভিযোগ। হাতেনাতে ধরলেন বিচারপতি। পূর্ব মেদিনীপুরের একজনের বেতন বন্ধের নির্দেশ। ৪০০ জনের নথি তলব।
ওমিক্রন ছড়াল ১৬টি দেশে। টিকার আশ্বাস মডার্নার। চণ্ডীগড়ে দক্ষিণ আফ্রিকা ফেরতের কোভিড। নমুনা গেল জিনোম সিকোয়েন্সিংয়ে।
ওমিক্রনের (Omicron) জেরে বাধ্যতামূলক উচ্চমাধ্যমিক টেস্ট? ডিসেম্বরের মধ্যে ২৫০ নম্বরের পরীক্ষা। ফাইনাল না হলে টেস্টের নম্বরেই মূল্যায়ন, জানাল সংসদ।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭০৫, ১৩ জনের মৃত্যু। ১৫ ডিসেম্বর পর্যন্ত রাতে কড়াকড়ি। একজনের সংক্রমণ, গোখেল মেমোরিয়ালে একাধিক ক্লাস বন্ধ।
আন্দামান সাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ধেয়ে আসছে অন্ধ্র-ওড়িশায়। সপ্তাহান্তে বাংলার উপকূলে ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।সপ্তাহান্তে ভারী বৃষ্টি
ডার্বির পর ফের লজ্জার হার ইস্টবেঙ্গলের (East Bengal)। আইএসএলে ওড়িশা এফসি-র বিরুদ্ধে আধ ডজন গোল হজম লাল হলুদের। ম্যাচে এগিয়ে গিয়েও ৪-৬ গোলে হার।