Municipal Election: এখনই পুরভোটের বিজ্ঞপ্তিতে 'না' রাজ্য নির্বাচন কমিশনের | Bangla News
মামলা বিচারাধীন। এখনই পুরভোটের বিজ্ঞপ্তি নয়, হাইকোর্টে (Calcutta High Court) জানাল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। ২৪ নভেম্বরের মধ্যে রাজ্য এবং কমিশন জমা দিক হলফনামা। পুরভোট নিয়ে বক্তব্য জানিয়ে হলফনামা দিতে নির্দেশ হাইকোর্টের। পরবর্তী শুনানি ২৪ নভেম্বর। কলকাতা ও হাওড়ায় আগামী ১৯ ডিসেম্বর ভোট করানোর পক্ষপাতী রাজ্য। পাল্টা সব পুরসভার একসঙ্গে ভোট করানোর দাবিতে মামলা বিজেপির। সেই মামলার শুনানিতে নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের।
এপ্রসঙ্গে তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় (Sobhandeb Chatterjee) বলেন, "রাজ্য নির্বাচন কমিশন একদম সঠিক কাজ করেছে। সামনেই শুনানি রয়েছে। এটি আইনসম্মত।" পাল্টা বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "কেন শুধু দুটি পুরসভায় নির্বাচন? বাকিদের কি অধিকার নেই জনপ্রতিনিধি নির্বাচন করার? স্বাভাবিকভাবেই আদালত এই প্রশ্ন তুলেছে। কী উদ্দেশ্যে সরকার আংশিক নির্বাচন করছে? তা সাধারণ মানুষের জানার অধিকার আছে। আমরা সব জায়গায় ভোট চেয়েছি। প্রতি এক-দুই মাস অন্তর যদি রাজ্যে ভোট হয়, প্রশাসনিক কাজ কখন হবে?"
এদিকে, কলকাতা (KMC) ও হাওড়া (HMC) পুরভোটে একা লড়ার সিদ্ধান্ত আইএসএফের (ISF)। সংযুক্ত মোর্চার ব্যানারের বাইরে থেকে লড়াইয়ের সিদ্ধান্ত। কেউ হাত মিলিয়ে লড়াই করতে চাইলে ভেবে দেখা হবে, জানালেন ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি।
![Suvendu Adhikari: 'বিজেপির বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে', কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/25/55981070525303d83b3e54e00fd217581737804534084535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![TMC News : মালদার পর নোদাখালি। একের পর এক TMC নেতার উপর হামলা। নেপথ্যে কী কারণ ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/25/0c7dead01d5bbcda3af21d28427179f31737799246298535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![TMC News : গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই প্রকাশ্যে তৃণমূল নেতাকে লক্ষ্য করে হামলা ? কী জানালেন স্থানীয় ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/25/8c3a94d2f4310e32e4d2eec3c764ab381737795382648535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Tangra News: বাড়ি খালি করার নোটিস !প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও ট্যাংরার বিপজ্জনক বাড়িতে আবাসিকরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/25/efa30c1744ca85e9396db55d6a31e51e1737793540415535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Saif Ali Khan : সেফের ওপর হামলার পর এবার বলিউডের ৪ তারকাকে হামলার হুমকি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/23/aacc28cf846f5c9778131262c6bdd3361737656969946535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)