Tangra News: বাড়ি খালি করার নোটিস !প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও ট্যাংরার বিপজ্জনক বাড়িতে আবাসিকরা
ABP Ananda LIVE : কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডে ১১/২, ক্রিস্টোফার রোডের পাঁচতলা বহুতল ও পাশের ৬ তলা নির্মীয়মাণ বহুতলের মধ্যে কোথাও মাত্র সাড়ে ৭, কোথাও আবার ১৩ ইঞ্চির ব্যবধান। ইতিমধ্যেই হেলে পড়া ৫ তলা বহুতলকে বিপজ্জনক বলে জানিয়ে নোটিস দিয়েছে কলকাতা পুরসভা। ৩ দিনের মধ্যে বাড়ি খালি করতে বলা হয়েছে। বহুতলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ফলে বাসিন্দারা জল পাচ্ছেন না, বহুতলের লিফটও কাজ করছে না। অধিকাংশরা ফ্ল্যাট খালি করে দিলেও এখনও কিছু ফ্ল্যাটে রয়েছেন আবাসিকরা। ফ্ল্যাট ছাড়তে পারি, কিন্তু জিনিসপত্র নিয়ে উঠব কোথায়? প্রশ্ন তুলেছেন হেলে পড়া বহুতলের আবাসিকরা। ৫ তলা বহুতলের অভিযুক্ত প্রোমোটার ড্যানিয়েল লি ও পাশের নির্মীয়মাণ বহুতলের প্রোমোটার সুরজিৎ মান্নার এখনও খোঁজ মেলেনি। ওই বহুতলের এক বাসিন্দা বলেন, "বাড়িটা একদিনে হেলেনি। বাড়িটা হেলছে ৬-৮ মাস ধরে। পাশের বাড়িটা হওয়ার সঙ্গে সঙ্গে এই বাড়িটা হেলতে শুরু করেছে। যারা আজ নোটিস লাগিয়ে গিয়েছে তারা কেউ তখন আসেনি।''



















