Smriti Irani: 'প্রধানমন্ত্রীর যাত্রাপথে আটকে পড়ার ভিডিও-প্রমাণ একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে', দাবি স্মৃতি ইরানির| Bangla News
'পঞ্জাব সরকারকে প্রধানমন্ত্রীর যাত্রাপথের বিস্তারিত তথ্য জানিয়েছিল। ভিডিও-প্রমাণ যা জনগণের সামনে, তা একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে। ২০ মিনিট ধরে প্রধানমন্ত্রীর (Narendra Modi) নিরাপত্তা বিঘ্নিত হল।' ভাতিন্দা-কাণ্ডে (Bhatinda) পাঞ্জাবের কংগ্রেস সরকারের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)।
প্রধানমন্ত্রীর (Prime Minister) নিরাপত্তায় বড়সড় ‘গাফিলতি’। ভাতিন্দার কাছে পথে আটকে গেলেন মোদি (Narendra Modi)। ২০ মিনিট আটকে পড়ে প্রধানমন্ত্রীর কনভয়। ‘রাস্তায় নিরাপত্তা না দেওয়ায়, এগোতে পারেনি কনভয়’। পাঞ্জাব সরকার নিরাপত্তা দেয়নি, অভিযোগ বিজেপির। ‘ভাতিন্দা বিমানবন্দর পর্যন্ত বেঁচে ফিরতে পেরেছি, ধন্যবাদ’। ‘মুখ্যমন্ত্রীকে আমার হয়ে ধন্যবাদ জানাবেন’। বিমানবন্দরে আধিকারিকদের বললেন প্রধানমন্ত্রী: এএনআই। নিরাপত্তার গাফিলতির অভিযোগে পাঞ্জাব সরকারের থেকে রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক। ‘প্রধানমন্ত্রীর সফর নিয়ে আগেই জানানো হয়েছিল রাজ্যকে’। ঘটনার প্রেক্ষিতে জানিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।