Nusrat Jahan Controversy: "শপথ নেওয়ার সময় মিথ্যা তথ্য দিয়েছেন", নুসরতের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষকে BJP সাংসদের
তৃণমূল সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan) বিরুদ্ধে নিয়মানুগ ব্যবস্থা নিতে চিঠি। লোকসভার অধ্যক্ষকে (Lok Sabha Speaker) চিঠি দিলেন বিজেপি সাংসদ সংঘমিত্রা মৌর্য। তাঁর বক্তব্য, “নুসরত শপথ নেওয়ার সময় নিজের নাম বলেছিলেন রুহি নুসরত জহান জৈন। কিন্তু এখন তিনি সংবাদ মাধ্যমের সামনে অন্য কথা বলছেন। প্রশ্ন উঠছে, তাহলে কি উনি শপথ নেওয়ার সময় মিথ্যা তথ্য দিয়েছেন?” একইসঙ্গে নুসরতের বিষয়টি এথিক্স কমিটির কাছে পাঠানোরও আর্জি জানিয়েছেন সাংসদ সংঘমিত্রা মৌর্য (Sanghmitra Maurya)।
এদিকে পৃথক রাজ্যের দাবি তোলায় সৌমিত্র খাঁ (Soumitra Khan) বিরুদ্ধে অভিযোগ দায়ের। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হল আলিপুরদুয়ার (Alipurduar) থানায়। আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা প্রকাশ করে অভিযোগ দায়ের করলেন যুব তৃণমূল সভাপতি। একইসঙ্গে লিখিত অভিযোগ দায়ের হয়েছে বিজেপি সাংসদ জন বার্লার (John Barla) বিরুদ্ধেও। জন বার্লার বিরুদ্ধে এর আগে কোচবিহারেও (Cooch Behar) লিখিত অভিযোগ দায়ের হয়েছে।