Pegasus : 'সুপ্রিম কোর্টের রায় সদর্থক, মানুষের মনের কথা প্রতিফলিত হয়েছে', মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের| Bangla News
জাতীয় সুরক্ষার দোহাই দিয়ে রাষ্ট্র প্রতিবার ছাড় পেতে পারে না। আইনের শাসন দ্বারা পরিচালিত গণতান্ত্রিক দেশে সংবিধানের অধীনে আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি অনুসরণ করেই কোনও কিছু করা যায়। নির্বিচারে গুপ্তচরবৃত্তির অনুমতি কখনই দেওয়া যায় না। পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ফোন হ্যাকিং-এর মামলায় মোদি সরকারের উদ্দেশ্যে এমনই কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। এ বিষয় লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) বলেন, সুপ্রিম কোর্টের রায় খুবই সদর্থক। মানুষের মনের কথা প্রতিফলিত হয়েছে। যেটা আমরা গত লোকসভাতে বারবার করে বলার চেষ্টা করেছিলাম যে পেগাসাস ইস্যুটা আলোচনা হোক এবং লোকসভা সুস্থভাবে চলুক। কিন্তু একটা অধিবেশনে দেখলাম সরকারের অনমনীয় মনোভাবের জন্য এই বিষয়টি আলোচনা হয়নি। একটা অধিবেশনে ফলাফল শূন্য হয়ে এল। আমি মাননীয় স্পিকার মহাশয়কে বলেছি যে, পেগাসাস ইস্যু যে পর্যায় পৌঁছে গিয়েছে, সেখানে এরপর এটা নিয়ে চুপ থাকাটা সরকারের পক্ষে ঠিক হবে না।