TMC At EC: দ্রুত বিধানসভা উপনির্বাচনের দাবিতে আজ কমিশনে তৃণমূলের প্রতিনিধিদল
রাজ্যের ৭টি বিধানসভা আসনে দ্রুত ভোট করানোর দাবিতে আজ নির্বাচন কমিশনে (Election Commission) যাচ্ছে তৃণমূল কংগ্রেসের (TMC) প্রতিনিধিদল। এর মধ্যে সামশেরগঞ্জ (Samserganj) ও জঙ্গিপুরে (Jangipur) প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত হয়ে যায়। উপ নির্বাচন হবে ভবানীপুর (Bhabanipur), খড়দা (Kharda), শান্তিপুর (Santipur), গোসাবা (Gosaba) ও দিনহাটায় (Dinhata)। রাজ্যের ২টি কেন্দ্রে নির্বাচন ও ৫টি কেন্দ্রে উপ-নির্বাচন চেয়ে আজ বিকেল সাড়ে ৪টেয় নির্বাচন কমিশনে যাবে তৃণমূলের প্রতিনিধিদল।
দিল্লিতে গাঁধী পরিবারের সঙ্গে প্রশান্ত কিশোরের (Prashant Kishor) বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে। আগামী দিনে কি সরাসরি কংগ্রেসে যোগ দেবেন? নাকি আঞ্চলিক দলগুলির সঙ্গে সেতুবন্ধন করার উদ্দেশ্যেই কংগ্রেস (Congress) নেতৃত্বের সঙ্গে বৈঠক? প্রশান্ত কিশোরকে (Congress meeting with Prashant Kishor) নিয়ে জল্পনার স্রোত বইছে জাতীয় রাজনীতিতে। বছর ঘুরলেই উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে কি খাদের কিনারায় পৌঁছে যাওয়া সংগঠনের পালে হাওয়া জোগাতে পিকে-শরণে কংগ্রেস? মঙ্গলবার দিল্লিতে রাহুল গাঁধীর বাড়িতে ভোটকুশলী প্রশান্ত কিশোরের বৈঠকের পর এই জল্পনা জোরদার হয়েছে।
মঙ্গলবার রাহুল গাঁধীর বাড়িতে প্রায় ৪ ঘণ্টা ছিলেন প্রশান্ত কিশোর। রাহুল (Rahul Gandhi)-প্রিয়ঙ্কার (Priyanka Gandhi Vadra) পাশাপাশি ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন সনিয়া গাঁধী (Sonia Gandhi)। সূত্রের দাবি, কংগ্রেসকে কীভাবে আবার ব্লক স্তর থেকে চাঙ্গা করে তোলা যায়, তা নিয়ে বেশ কিছু পরিকল্পনা সনিয়া-রাহুলের হাতে তুলে দেন প্রশান্ত কিশোর। PK চান, ৯ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করতে। সনিয়া-রাহুল-প্রিয়ঙ্কা-পিকে’র বৈঠকে ব্লকস্তর থেকে শীর্ষস্তর পর্যন্ত কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, প্রশান্ত কিশোর কি তাহলে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেবেন?