(Source: ECI/ABP News/ABP Majha)
WB Politics: 'আগে দলের অন্তর্দ্বন্দ্ব মেটান, তারপর তৃণমূলের বিরুদ্ধে কথা বলবেন', রাজীবের পোস্ট প্রসঙ্গে প্রতিক্রিয়া অভিষেকের
রাষ্ট্রপতি শাসন নিয়ে দলেরই ভিন্ন সুরে বিস্ফোরক রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। তিনি লেখেন, "কথায় কথায় দিল্লি, ৩৫৬ ধারার জুজু দেখালে চলবে না। ৩৫৬ ধারা জারির জুজু দেখালে ভালো ভাবে নেবে না বাংলা। বিপুল জনসমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা, মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বিরোধিতা করতে গিয়ে জুজু দেখালে চলবে না।" এপ্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, "কে কী পোস্ট করেছেন, আমার জানা নেই। আমি দেখিনি। কিন্তু যা শুনতে পাচ্ছি, বিজেপিকে (BJP) অনুরোধ করব আগে দলের অন্তর্দ্বন্দ্ব মেটান, তারপর তৃণমূলের বিরুদ্ধে কথা বলবেন।" পাশাপাশি শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) কটাক্ষ করে বলেন, "উনি নির্বাচনের সময়ও ৩৫৬ ধারার কথা বলেছেন। উনি আজ বলছেন আমার লেভেল নয়, এই লেভেলে কথা বলব না। ওনার লেভেলটা কী? তিন মাস আগে যখন প্রতিটা সভা থেকে আমাকে আক্রমণ করত তখন কী লেভেলটা পড়ে গিয়েছিল? ওঁর বাড়ির লোক তো ত্রিপল চুরিতে অভিযুক্ত।"