WB Politics: সরকারি সম্পত্তি 'তছরুপ-দুর্নীতি', গ্রেফতার রাজীব-ঘনিষ্ঠ BJP নেতা গোবিন্দ হাজরা
রাজীব-ঘনিষ্ঠ বিজেপি নেতা গোবিন্দ হাজরা (Gobinda Hazra) গ্রেফতার। দুর্নীতি মামলায় লিলুয়া থানার হাতে গ্রেফতার এই বিজেপি (BJP) নেতা। জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান গোবিন্দ হাজরা। তিনিও রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) সঙ্গেই তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে যোগ দেন। তিনি চারবারের পঞ্চায়েত প্রধান ছিলেন। জানা যাচ্ছে, গত ২ মে ভোটের ফলপ্রকাশের পর থেকেই তিনি কার্যত ঘরছাড়া ছিলেন। আজ ফিরে এলে লিলুয়া থানার পুলিশ তাঁর বাড়িতে যায় এবং তাঁকে গ্রেফতার করে। ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হবে। প্রশাসন সূত্রে খবর, দিন পনেরো আগে জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সরকারি সম্পত্তি তছরুপ ও দুর্নীতি সংক্রান্ত অভিযোগ করা হয়।
এদিকে, উদয়ন গুহর ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে দিনহাটা থানায় তৃণমূলের বিক্ষোভ, উত্তেজনা। ব্যারিকেড ভেঙে থানায় ঢোকার চেষ্টা। বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তৃণমূল কর্মীদের। গত ৬ মে আক্রান্ত হন দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বর্তমানে দিনহাটা পুরসভার প্রশাসক উদয়ন গুহ।