WB Politics: 'গোটা রাজ্যেই BJP-কে সামাজিক বয়কটের ডাক', অভিযোগ শমীকের, 'মানুষ এমনিই ওদের প্রত্যাখ্যান করেছে', পাল্টা তাপস রায়
কেশপুরে (Keshpur) বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের সামাজিক বয়কটের ডাক য়ে লিফলেট। ১৮ জনকে সাহায্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, উল্লেখ রয়েছে লিফলেটে। এই ১৮ জনের মধ্যে বেশিরভাগই বিজেপি (BJP) দলের সদস্য। রয়েছে সিপিএম (CPM) কর্মীদের নামও। এপ্রসঙ্গে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, "এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত এবং সুদূর দার্জিলিং থেকে আসানসোল পর্যন্ত চিত্রটা একই। সর্বত্র সামাজিক বয়কটের ডাক, বিজেপি যেখানে যেখানে লিড পেয়েছে সেখানে আক্রমণ, বহুক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি থেকে পশ্চিমবঙ্গ কবে বেরোবে তা আমাদের জানা নেই। যে ২৬ জন খুন হলেন, তার দায়িত্ব কে নেবে?" এই প্রেক্ষিতে তৃণমূল (TMC) বিধায়ক তাপস রায় (Tapas Roy) বলেন, "বিজেপির তো অভিযোগের শেষ নেই। গোটা বাংলায় মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, সেখানে তৃণমূল কংগ্রেসের কিছু করার নেই। আমার মনে হচ্ছে এই ঘটনার পিছনে বিজেপিই রয়েছে।"