Ayodhya Ram Mandir: রামের প্রতিষ্ঠা হলে হাজার হাজার বছরের জন্য প্রভাব থাকে: নরেন্দ্র মোদি। ABP Ananda Live
Narendra Modi: 'বহু শতাব্দীর অপেক্ষার পর রাম এলেন আমাদের মাঝে','এই মুহূর্ত একটা অলৌকিক মুহূর্ত','রামলালা (Ramlala) আর তাঁবুতে নয়, মন্দিরে থাকবেন','অনেক কিছু বলার আছে, কিন্তু কণ্ঠ অবরুদ্ধ','বহু শতাব্দী পরে এই কাজ পূরণ করতে পারলাম','২২ জানুয়ারি ক্যালেন্ডারের তারিখ নয়, নতুন কালের শুরু','আমাদের ত্যাগ-তপস্যায় কিছু তো খামতি ছিল, আজ তা পূরণ হল','প্রভু রামচন্দ্রের কাছে আমরা এজন্য ক্ষমা চাইছি','গর্ভগৃহে ঐশ্বরিক চেতনার সাক্ষী হতে পেরেছি','পুরো দেশ আজ দীপাবলি পালন করছে, রামজ্যোতি প্রজ্জ্বলিত হবে','সাগর থেকে সরযূ পর্যন্ত যাত্রা করেছি, চারিদিকে শুধুই রাম নাম','কয়েকদিন ধরে বিভিন্ন ভাষায় রামায়ণ শুনতে পেয়েছি','কেউ কেউ বলেছিলেন রাম মন্দির হলে আগুন জ্বলবে','আজকের দিন শুধু বিজয়ের নয়, বিনয়ের দিন','ভারতের শান্তি, ধৈর্য, সমন্বয়ের প্রতীক','রাম মন্দির নতুন শক্তির পরিচয়','সবাই বলব, আসুন, বিবেচনা করুন, রাম আগুন নয়, রাম শক্তি','রাম শুধু আমাদের নয়, রাম অনন্তকাল','রাম নিরন্তর, রাম দর্শন, আবার রাম নীতিও','রামের প্রতিষ্ঠা হলে হাজার হাজার বছরের জন্য প্রভাব থাকে','রাম মন্দির উজ্জ্বল ভারতের প্রতীক, চিহ্ন থাকবে আগামী হাজার বছর','এটা ভারতের উন্নয়নের অমৃতকাল, এই সময় জানি না কত বছর পরে এল', রামমন্দিরের উদ্বোধনে (Ram Mandir Inauguration) এসে বললেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ABP Ananda Live