Kashmir News: পহেলগাঁও হামলা নিয়ে ব্রিটেনের বিদেশ সচিবের সঙ্গে কথা এস জয়শঙ্করের
ABP Ananda LIVE: বিশ্বমঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করতে ভারতের অ্যাকশন । বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর এবার ব্রিটেনের বিদেশ সচিবের সঙ্গে কথা । ব্রিটেনের বিদেশ সচিবের সঙ্গে কথা বিদেশি এস জয়শঙ্করের । পহেলগাঁও হামলা নিয়ে ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামির সঙ্গে কথা জয়শঙ্করের । সন্ত্রাসে জিরো টলারেন্স নীতি নিয়ে ভারত-ব্রিটেন কথা
আরও খবর...
জাতীয় স্বার্থে প্রস্তুত ভারতের নৌবাহিনী। এদিন একাধিক জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হল সফলভাবে। মাঝ সমুদ্রে যুদ্ধজাহাজ থেকে ব্রহ্মস অ্যান্টি-শিপ এবং অ্যান্টি-সারফেস ক্রুজ মিসাইল নিক্ষেপের একাধিক দৃশ্য সোশাল মিডিয়ায় শেয়ার করেছে নৌবাহিনী। এই যুদ্ধজাহাজগুলির মধ্যে ছিল কলকাতা-ক্লাস ডেস্ট্রয়ার, নীলগিরি এবং ক্রিভাক-ক্লাস ফ্রিগেট। আরব সাগরে ব্রহ্মস-এর গর্জন শোনা গেল। এককথায়, পহেলগাঁও হামলার পর পাকিস্তানকে কড়া জবাব দিতে তৈরি ভারত। আরব সাগরে এভাবেই শক্তি প্রদর্শন করল ভারতীয় নৌ-সেনা।
পহেলগাঁও হামলার পর ক্ষোভে ফুঁসছে ভারত। পাকিস্তানকে কড়া জবাব দেওয়া হোক, চাইছে গোটা দেশ। এই আবহে প্রত্যাঘাতের প্রস্তুতি চলছে জোরকদমে। একের পর এক মহড়ার ছবি সামনে আনছে ভারতীয় সেনাবাহিনী। এবার আরব সাগরে শোনা গেল ক্ষেপণাস্ত্র ব্রহ্মস-এর গর্জন।
এর আগে প্রধানমন্ত্রীর বার্তার পরপরই রাজস্থানের পাকিস্তান সীমান্তে ভারতের রণসজ্জা দেখা গেছে। থর মরুভূমির বুকে সাঁজোয়া গাড়ি নিয়ে চলে যুদ্ধের মহড়া। প্যারা-এসএফ কম্যান্ডোর সঙ্গে ট্যাঙ্ক ও স্পেশাল আর্মড ভেহিক্যালসের ব্যবহার করা হয়। সূত্রের খবর, মূলত শত্রুদের দখলে থাকা এলাকা কব্জা করতেই এই ধরনের ট্যাঙ্ক ব্যবহার করা হয়। পহেলগাঁও হামলার পর মিশন রেডি ভিডিও পোস্ট করে ভারতীয় সেনাবাহিনী। অকুতোভয়,


















