SIR News: পয়লা অগাস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ। নাম বাদ গেলে আবেদনের জন্য সময় ১ মাস
ABP Ananda LIVE : পয়লা অগাস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ। নাম বাদ গেলে আবেদনের জন্য সময় ১ মাস। কেন এত বড় ইস্যু করা হচ্ছে? SIR বিতর্কে পাল্টা প্রশ্ন মুখ্য নির্বাচন কমিশনারের।
কলকাতায় জামতাড়া গ্যাংয়ের পর্দাফাঁস ! আর্থিক প্রতারণা চক্রে বন্দর এলাকা থেকে গ্রেফতার ৪ । ধৃতরা এন্টালি ও লেকটাউনের বাসিন্দা, খবর পুলিশ সূত্রে । জামতাড়ায় বসেই চলেছে আর্থিক প্রতারণার চক্র, খবর পুলিশ সূত্রে । লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪ । বেসরকারি ব্যাঙ্কের ভুয়ো ওয়েবসাইট তৈরির অভিযোগ । কাস্টমার কেয়ারের নম্বর তৈরি করে চলত প্রতারণা: পুলিশ । কাস্টমার কেয়ারের নম্বরে কেউ অভিযোগ জানালে তারপর পাঠানো হত লিঙ্ক, খবর সূত্রের । লিঙ্কে ক্লিক করলেই অ্যাকাউন্ট থেকে উধাও হত টাকা: পুলিশ । বন্দর এলাকায় ধৃত ২ জনকে গ্রেফতার করে সাইবার ক্রাইম ও গার্ডেনরিচ থানা ।
রাজ্যজুড়ে ডেঙ্গি প্রকোপের মধ্যেই বাড়ছে ভাইরাল ফিভার আক্রান্তের সংখ্যা। অতি সংক্রামক ভাইরাস, মত চিকিৎসকদের। আক্রান্তের সংখ্যা বাড়তেই হাসপাতালে বেডের আকাল। ডেঙ্গির দোসর সংক্রামক জ্বর!



















