এক্সপ্লোর
ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ, বরানগরের মেধাবী ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ মিলল পুকুরে
বরানগরের টবিন রোডে মেধাবী ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যু। নবমীর রাত থেকে নিখোঁজ থাকার পর, দশমীর দিন বাড়ির কাছে পুকুর থেকে উদ্ধার মৃতদেহ। পুকুর পাড় থেকে উদ্ধার মোবাইল ফোন। সোনার চেন ও ওয়ালেট খোয়া গিয়েছে বলে দাবি পরিবারের। মৃতের নাম সৌরভ সেনগুপ্ত ওরফে রণ। পরিবারের দাবি, বছর তেইশের তরুণ ঠাকুর দেখে বন্ধুর বাড়িতে রাতে থেকে যাওয়ার কথা বলে নবমীর সন্ধেয় বাড়ি থেকে বের হন। অভিযোগ, মাঝরাত থেকেই তাঁর মোবাইল ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। ভোরে কিছুক্ষণের জন্য ফোন সুইচড অফ হয়ে যায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।
আরও দেখুন

















