এক্সপ্লোর
Advertisement
BJP vs TMC: নাম না করে মুখ্যমন্ত্রীকে হিটলার বলে কটাক্ষ সায়ন্তন বসুর, নিন্দায় বিশিষ্টরা
নাম না করে মুখ্যমন্ত্রীকে হিটলার বলে কটাক্ষ বিজেপি নেতার। তৃণমূল ডুবন্ত জাহাজ বলে আক্রমণ। এদিন পুরাতন মালদার চৌরঙ্গি মোড় এলাকায় চা-চক্রে যোগ দেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তাঁর কটাক্ষ, তৃণমূলে মুষল পর্ব শুরু হয়েছে। ২ জন ছাড়া বাকিরা ডুবন্ত জাহাজ ছেড়ে যাবেন। কালীঘাটের হিটলারি শাসন ছেড়ে যাঁরা আসবেন, তাঁরা আমাদের দলে স্বাগত, মন্তব্য সায়ন্তনের। ভিত্তিহীন কথা সমর্থন করবে না সাধারণ মানুষ। বিজেপির হাত ধরে রাজ্যে অপসংস্কৃতির আমদানি, পাল্টা জবাব তৃণমূলের।
সায়ন্তনের এই মন্তব্যের নিন্দায় বিশিষ্ট ব্যক্তিরা। নাট্যব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায় বলেছেন, ‘এই ধরনের সংস্কৃতির প্রতি আমার ঘৃণা থাকবে। এরা পশ্চিমবঙ্গে এই ধরনের সংস্কৃতি আমদানি করতে চাইছে। এ বিষয়ে কিছু বলতে রুচিতে বাধে।’
শিক্ষাবিদ নৃসিংহ প্রসাদ ভাদুড়ি বলেছেন, ‘গোপন মিটিংয়ে বোধহয় ঠিক হয়েছে, গালাগাল দেওয়া হবে। গতকাল অগ্নিমিত্রা পালের কথা শুনলাম। আজ দিলীপ ঘোষের কথা শুনলাম। তারপর সায়ন্তন বসুর এই মন্তব্য। এই ধরনের কথার প্রতিবাদ করে লাভ নেই। এঁরা এখন এই ধরনের কথা বলতে থাকবেন। সায়ন্তন বসুকে কোনওদিন ভাল কথা বলতে শুনিনি।’
সায়ন্তনের এই মন্তব্যের নিন্দায় বিশিষ্ট ব্যক্তিরা। নাট্যব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায় বলেছেন, ‘এই ধরনের সংস্কৃতির প্রতি আমার ঘৃণা থাকবে। এরা পশ্চিমবঙ্গে এই ধরনের সংস্কৃতি আমদানি করতে চাইছে। এ বিষয়ে কিছু বলতে রুচিতে বাধে।’
শিক্ষাবিদ নৃসিংহ প্রসাদ ভাদুড়ি বলেছেন, ‘গোপন মিটিংয়ে বোধহয় ঠিক হয়েছে, গালাগাল দেওয়া হবে। গতকাল অগ্নিমিত্রা পালের কথা শুনলাম। আজ দিলীপ ঘোষের কথা শুনলাম। তারপর সায়ন্তন বসুর এই মন্তব্য। এই ধরনের কথার প্রতিবাদ করে লাভ নেই। এঁরা এখন এই ধরনের কথা বলতে থাকবেন। সায়ন্তন বসুকে কোনওদিন ভাল কথা বলতে শুনিনি।’
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement