এক্সপ্লোর
Advertisement
BJP’s Uttarkanya Abhijan: 'BJP-র উত্তরকন্যা অভিযানে গুলি চালানো হয়নি', ট্যুইট পুলিশের
BJP-র উত্তরকন্যা (Uttar Kanya) অভিযান ঘিরে ধুন্ধুমার। রণক্ষেত্র Siliguri। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, উত্তেজনা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি বিজেপি কর্মীদের। ১৪৪ ধারা অমান্য করায় মিছিল আটকাল পুলিশ। বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে ছোড়া হয় কাঁদানে গ্যাস।একদিকে শিলিগুড়ি মোড়, অপরদিকে তিনবাত্তি মোড়ে বেশি উত্তেজনা ছড়ায়। BJP-র তরফে দাবি করা হয়েছে পুলিশের লাঠির ঘায়ে তাদের এক কর্মীর মৃত্যু হয়েছে। BJP-র রাজ্য সভাপতি Dilip Ghosh জানিয়েছেন, আজ উত্তরকন্যা অভিযানে পুলিশের লাঠির ঘায়ে তাঁদের এক কর্মীর মৃত্যু হয়েছে। তাঁর নাম Ulen Ray। তাঁর বাড়ি গজলডোবায়। বিজেপির তরফে তাঁর ছবিও প্রকাশ করা হয়েছে। যদিও এই দাবির পাল্টা ট্যুইট করেছে রাজ্য পুলিশ। সেই ট্যুইটে উল্লেখ, 'বিজেপির উত্তরকন্যা অভিযানের সময় পুলিশ সংযম দেখিয়েছে। লাঠিচার্জ কিংবা বন্দুকের ব্যবহার হয়নি। জনতাকে ছত্রভঙ্গ করতে শুধু টিয়ার গ্যাসের সেল আর জল কামান ব্যবহার হয়েছে।' পাশাপাশি উল্লেখ, 'একজনের মৃত্যুর খবর মিলেছে, ময়না তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।' যদিও উলেন রায়ের মৃত্যুতে পুলিশকে কাঠগড়ায় তুলেছে পরিবার।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement