ফটাফট: কালীপুজোর আগে চালু মাঝেরহাট ব্রিজ? আজ কল্যাণীতে ১২ ঘণ্টা বনধের ডাক বিজেপির, সঙ্গে অন্য খবর
লোকাল ট্রেন চালানো নিয়ে আজ বিকেলে নবান্নে রেল-রাজ্য বৈঠক। কীভাবে চালু পরিষেবা? ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা? বৈঠকে আলোচনার সম্ভাবনা। কালীপুজোর আগে মাঝেরহাট ব্রিজ চালুর সম্ভাবনা। ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে। শিলিগুড়ি থেকে দার্জিলিঙের ডিএম-এসপিকে হুশিয়ারি রাজ্যপালের। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বিনয় তামাঙ্গ, অনিত থাপার। গুরুঙ্গয়ের প্রত্যাবর্তনের পর একমাসের পাহাড় সফরে রাজ্যপাল। ষড়যন্ত্র করতেই পাহাড়ে, কটাক্ষ তৃণমূলের। দুদিন পেরিয়ে গেলেও শুরু করা গেল না দুর্গাপুর ব্যারাজের ভাঙা লকগেটের মেরামতি। বাঁকুড়ার একাংশে চরমে জল-সঙ্কট। জল সঙ্কটের আশঙ্কা দুর্গাপুর, আসানসোলের বাসিন্দাদেরও। এর জেরে ব্যহত বাঁকুড়ার তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। আগামী বছর বিধানসভা ভোটে আর দাঁড়াবেন না। দলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে ক্ষোভ উগরে দিয়ে সিদ্ধান্তের কথা জানালেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত। আজ কল্যাণীতে ১২ ঘণ্টা বনধের ডাক বিজেপির। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি। শরীরে রক্তক্ষরণ চিহ্নিত করতে সিটি স্ক্যান ও অ্যাঞ্জিওগ্রাম। করোনায় রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ৪ হাজার, মৃত ৫৯। করোনায় কলকাতায় একদিনে আক্রান্ত ৮৯৪। করোনা আবহে উৎসবের মরসুমে শব্দবাজি নিষিদ্ধ করল রাজস্থান সরকার।