(Source: ECI/ABP News/ABP Majha)
আজ রাজ্যে আসছেন অমিত শাহ, কবে থেকে কীভাবে রাজ্যে লোকাল? আজ ফের রেলের সঙ্গে বৈঠক – দেখুন ‘সকালের শিরোনাম’
করোনা আবহে দুর্গাপুজোর মতো বাকি উৎসবেও জারি হোক কড়া বিধিনিষেধ। নিষিদ্ধ হোক বাজি, হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা। করোনা সংক্রমণ রুখতে কালীপুজোয় বাজি ফাটাবেন না, আবেদন রাজ্য সরকারের। বিসর্জনের সময় শোভাযাত্রা না করার অনুরোধ। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার ৯৮১, মৃত ৫৬। আক্রান্ত কলকাতা মেডিক্যালের সুপার। বাংলা-সহ চার রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, নিয়ন্ত্রণে সংক্রমণ, দাবি রাজ্যের। কবে থেকে কীভাবে রাজ্যে লোকাল? সকাল-সন্ধে মিলিয়ে হাওড়া, শিয়ালদায় ২১০ টি ট্রেন চালাতে চায় রাজ্য। আজ ফের রেলের সঙ্গে বৈঠক। বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত। চুঁচুড়ায় খুন করে ক্যানিংয়ে গা ঢাকা, গ্রামবাসীদের তাড়ায় তিন তৃণমূল কর্মীকে গুলি। কুখ্যাত দুষ্কৃতী-সহ গ্রেফতার ৫। হামলার পর ভ্যানে চেপে পালানোর সময় পাকড়াও। জেলে পটাশপুরে বিজেপি কর্মীর রহস্য়মৃত্যু, হাইকোর্টে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ বহাল। করতে হবে নিরবিচ্ছিন্ন ভিডিওগ্রাফি। গুরুঙ্গয়ের প্রত্যাবর্তন, পাহাড়ে মিছিল, পাল্টা মিছিল। জট কাটাতে মুখ্যমন্ত্রীর ডাকে নবান্নে বৈঠক। সদর্থক আলোচনা, কথা হয়নি গুরুঙ্গ নিয়ে, দাবি তামাঙ্গয়ের। আজ রাজ্যে অমিত শাহ। চারদিন পর দুর্গাপুর ব্যারেজের মেরামতির কাজ শুরু। মুম্বইয়ের ধাঁচে ভিয়েনায় আত্মঘাতী জঙ্গি হামলা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের চতুর্থবার ডায়ালিসিস। সঙ্কটজনক হলেও অবস্থা স্থিতিশীল।