এক্সপ্লোর
বিদেশি তেল সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, গ্রেফতার ১
বিদেশি তেল সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। গ্রেফতার এক। পুলিশ সূত্রে খবর, ২০১৯-এর জানুয়ারিতে সমীর ঘোষ নামে এক ব্যক্তি সল্টলেকের সুকান্তনগরে অফিস খোলে। বিদেশি তেল কোম্পানিতে মোটা অঙ্কের বেতনের চাকরির টোপ দিয়ে লক্ষাধিক টাকা তোলা হয় বলে অভিযোগ। ঘটনায় আন্তঃরাজ্য যোগ রয়েছে বলে পুলিশের দাবি। ২০১৯-এর মার্চে থানায় অভিযোগ দায়ের হয়। গতকাল হুগলি থেকে মহম্মদ সোহাব নামে চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশের দাবি, ধৃতের বাড়ি উত্তরপ্রদেশে। হুগলিতে গা ঢাকা দেয় সে। ধৃতের কাছ থেকে উদ্ধআর হয়েছে ভুয়ো নথি ও মোবাইল ফোন। এই চক্রে আর কারা জড়িত, খতিয়ে দেখছে পুলিশ।
আরও দেখুন

















