এক্সপ্লোর
Manish Shukla Murder Case: সিআইডি-র চার্জশিটে নাম, ষড়যন্ত্রের অভিযোগ তৃণমল নেতা উত্তম-প্রশান্তর, 'ওরাই নেপথ্যে', দাবি অর্জুনের
বিজেপি নেতা মনীশ শুক্ল খুনে CID চার্জশিটে নাম আছে দুই তৃণমূল নেতা উত্তম দাস ও প্রশান্ত চৌধুরীর। এই প্রসঙ্গে উত্তম দাস বলেছেন, 'এই খুনের সঙ্গে আমাদের কোনও যোগাযোগ নেই। এটা চক্রান্ত।' প্রশান্ত চৌধুরী বলেন, 'এব্যাপারে আমি কিছু জানি না। এটা ষড়যন্ত্র।' বিজেপি সাংসদ অর্জুন সিংহ বলেন, 'ষড়যন্ত্র আছে, প্রশান্ত দাস-উত্তম দাস তো পয়সার জোগান দিয়েছিল।' টিটাগড়ে বিজেপি (BJP) নেতা মণীশ শুক্ল হত্যাকাণ্ডে চার্জশিট জমা করল সিআইডি (CID)। চার্জশিটে সন্দেহভাজন হিসেবে দুই তৃণমূল নেতার নাম রয়েছে। খুনের ৮৭ দিনের মাথায় এই চার্জশিট জমা পড়ল। সন্দেহভাজন হিসেবে চার্জশিটে সুবোধ রায়, মহম্মদ খুররাম, নাসির আলি, সুজিত রায়, রোশন কুমার, গুলাব পবন রায়, সোনু রায়, অমর যাদবের নাম রয়েছে। এছাড়াও ১২ জন সন্দেহভাজনের নাম রয়েছে চার্জশিটে। এঁদের মধ্যে রয়েছে তৃণমূল নেতা প্রশান্ত চৌধুরী ও ব্যারাকপুর পুরসভার বিদায়ী চেয়ারম্যান উত্তম দাসের নামও।
আরও দেখুন

















