এক্সপ্লোর
Advertisement
Ananda Live: বিজেপির যোগদান মেলার মঞ্চ থেকে একযোগে তৃণমূলকে নিশানা রাজীব-শুভেন্দুর, গুরুত্ব দিচ্ছে না শাসক দল
তৃণমূলের গড় দক্ষিণ ২৪ পরগনাতেই ঘাসফুল শিবিরে ভাঙন ধরাল বিজেপি। আজ বারুইপুরের সভায় বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের একাধিক নেতা। বিজেপির যোগদান মেলার মঞ্চ থেকে একযোগে তৃণমূলকে নিশানা করেন রাজীব বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। যদিও, তাঁদের কথায় গুরুত্ব দিচ্ছে না শাসক দল।
বিধানসভা ভোটের আগে চা বাগানের শ্রমিকদের মন পেতে মরিয়া সব পক্ষ। গতকাল বাজেটে চা শ্রমিকদের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। আজ আলিপুরদুয়ারের ফালাকাটার মাটিতে দাঁড়িয়ে চা সুন্দরী প্রকল্পের প্রসঙ্গ তুলে পাল্টা সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী।
জলপাইগুড়ির নাগরাকাটায় বিজেপি প্রার্থীর নাম দিয়ে টাঙানো হয়েছে ফ্লেক্স। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এই ঘটনার নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। যদিও, তৃণমূলের পাল্টা দাবি, তারা এই ঘটনার সঙ্গে কোনওভাবেই জড়িত নয়।
হাওড়ায় পানীয় জল নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। শ্যামপুরের একটি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, এলাকার পঞ্চায়েত সদস্য বিজেপির সদস্য হওয়ায়, খারাপ হয়ে থাকা টিউবওয়েল ও জলের কল সারানো হচ্ছে না। আজ গ্রামবাসীদের নিয়ে পথে নামে বিজেপি। তৃণমূল অবশ্য এসব অভিযোগ মানতে নারাজ।
ঠাকুরনগরে অমিত শাহের সফর বাতিল হতেই মতুয়া মন জিততে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। এবার মতুয়া বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন রাণাঘাট উত্তর পূর্বের তৃণমূল বিধায়ক। নাচলেন মতুয়াদের ডঙ্কা, কাঁসরের তালে। এনিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়ে গেছে বাগযুদ্ধ।
নতুন দল তৈরি করেই তৃণমূল-বিজেপিকে একসঙ্গে নিশানা করেছিলেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি। আজ বাঁকুড়ায় তিনি বলেন, বাম-কংগ্রেস চাইলে তিনি জোটে যেতেও আগ্রহী। তবে সেক্ষেত্রে তাঁদের ৪৪টির বেশী আসন ছাড়তে হবে বলে দাবি করেছেন আব্বাস।
উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় অবহেলায় পড়ে রয়েছে পথের সাথী ভবন। স্থানীয়দের অভিযোগ, সন্ধে হলেই সেখানে বসে মদ-জুয়ার আসর। অবিলম্বে ভবনটিকে ব্যবহারের উপযোগী করার দাবি জানিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। স্থানীয় পঞ্চায়েত সমিতির তরফে আশ্বাস মিললেও, এনিয়ে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি।
কয়লা পাচার কাণ্ডের তদন্তে এবার খনিতে পৌঁছে গেল সিবিআই। তিরিশজনের স্পেশাল টিম হানা দিল আসানসোল, জামুড়িয়া, রানিগঞ্জের কয়লা খাদানে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, একাধিক খাদানে কয়লা বোঝাই লরি ওজন করার ওয়েটব্রিজ ভেঙে ফেলা হয়েছে। তথ্যপ্রমাণ লোপাটের জন্যই এমন কাজ। অনুমান গোয়েন্দাদের।
বিধানসভা ভোটের আগে চা বাগানের শ্রমিকদের মন পেতে মরিয়া সব পক্ষ। গতকাল বাজেটে চা শ্রমিকদের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। আজ আলিপুরদুয়ারের ফালাকাটার মাটিতে দাঁড়িয়ে চা সুন্দরী প্রকল্পের প্রসঙ্গ তুলে পাল্টা সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী।
জলপাইগুড়ির নাগরাকাটায় বিজেপি প্রার্থীর নাম দিয়ে টাঙানো হয়েছে ফ্লেক্স। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এই ঘটনার নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। যদিও, তৃণমূলের পাল্টা দাবি, তারা এই ঘটনার সঙ্গে কোনওভাবেই জড়িত নয়।
হাওড়ায় পানীয় জল নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। শ্যামপুরের একটি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, এলাকার পঞ্চায়েত সদস্য বিজেপির সদস্য হওয়ায়, খারাপ হয়ে থাকা টিউবওয়েল ও জলের কল সারানো হচ্ছে না। আজ গ্রামবাসীদের নিয়ে পথে নামে বিজেপি। তৃণমূল অবশ্য এসব অভিযোগ মানতে নারাজ।
ঠাকুরনগরে অমিত শাহের সফর বাতিল হতেই মতুয়া মন জিততে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। এবার মতুয়া বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন রাণাঘাট উত্তর পূর্বের তৃণমূল বিধায়ক। নাচলেন মতুয়াদের ডঙ্কা, কাঁসরের তালে। এনিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়ে গেছে বাগযুদ্ধ।
নতুন দল তৈরি করেই তৃণমূল-বিজেপিকে একসঙ্গে নিশানা করেছিলেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি। আজ বাঁকুড়ায় তিনি বলেন, বাম-কংগ্রেস চাইলে তিনি জোটে যেতেও আগ্রহী। তবে সেক্ষেত্রে তাঁদের ৪৪টির বেশী আসন ছাড়তে হবে বলে দাবি করেছেন আব্বাস।
উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় অবহেলায় পড়ে রয়েছে পথের সাথী ভবন। স্থানীয়দের অভিযোগ, সন্ধে হলেই সেখানে বসে মদ-জুয়ার আসর। অবিলম্বে ভবনটিকে ব্যবহারের উপযোগী করার দাবি জানিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। স্থানীয় পঞ্চায়েত সমিতির তরফে আশ্বাস মিললেও, এনিয়ে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি।
কয়লা পাচার কাণ্ডের তদন্তে এবার খনিতে পৌঁছে গেল সিবিআই। তিরিশজনের স্পেশাল টিম হানা দিল আসানসোল, জামুড়িয়া, রানিগঞ্জের কয়লা খাদানে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, একাধিক খাদানে কয়লা বোঝাই লরি ওজন করার ওয়েটব্রিজ ভেঙে ফেলা হয়েছে। তথ্যপ্রমাণ লোপাটের জন্যই এমন কাজ। অনুমান গোয়েন্দাদের।
Tags :
West Bengal Elections With ABP Ananda BJP Congress WB Polls With ABP Ananda WB Elections With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC WB Polls WB Election West Bengal Assembly Elections Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections 2021 Suvendu Adhikari Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee Amit Shahআরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement