মন্তেশ্বরে স্ত্রী-ছেলে সহ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু আরপিএফ কর্মীর, 'মা-ভাইয়ের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা বাবার', দাবি মেয়ের
মন্তেশ্বরের বাঘাসোন গ্রামে অগ্নিদগ্ধ হয়ে স্ত্রী-ছেলে সহ আরপিএফ কর্মীর মৃত্যু। জখম ১২ বছরের মেয়ে। কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন বাবাই, পুলিশের কাছে দাবি নাবালিকার। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ এক আত্মীয়কে ফোন করে আগুন লাগার কথা জানায় ওই বালিকা। তাঁরাই এসে বাবা-মা-ছেলে ও মেয়েকে উদ্ধার করেন। পুলিশ সূত্রে খবর, ১২ বছরের বালিকার দাবি, মাঝরাতে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার কথা জানান বাবা। মেয়ে রাজি হয়নি। এরপর স্ত্রী ও ৮ বছরের ছেলের গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন ওই আরপিএফ কর্মী, পুলিশের কাছে দাবি মেয়ের। পরিবার সূত্রে খবর, কাটোয়ায় কর্মরত ছিলেন ওই আরপিএফের কর্মী। অফিস থেকে ফিরে গতকাল পাশের বাড়িতে পিকনিকে যোগ দেন। পারিবারিক অশান্তি ছিল না বলেই দাবি করেছেন পরিবারের সদস্যরা। কারণ নিয়ে ধন্দে পুলিশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
