Samik Bhattacharya: সমাজ বিরোধীরা মনে করছে এটা তাদেরই সরকার, নিয়ন্ত্রণহীন সমাজ: শমীক
ABP Ananda Live: 'এই মুহূর্তে যে সরকার রয়েছে তাঁদের কোনও নিয়ন্ত্রণ নেই। সমাজ বিরোধীরা মনে করছে এটা তাদেরই সরকার, নিয়ন্ত্রণহীন সমাজ। একটা সম্পূর্ণ পঙ্গু প্রশাসন। সেই কারণেই এই ঘটনা ঘটে চেলেছে। তৃণমূল যতদিন ক্ষমতায় থাকবে এই ঘটনা চলবে'। বললেন শমীক।
দোলের মাঝেই হুঙ্কার TMC সাংসদ পার্থর, 'বিরোধীরা টিভির পর্দায় আছেন, মানুষের সঙ্গে নেই..'
নৈহাটিতে রঙের উৎসবে রাজনীতির উত্তাপ। প্রভাতফেরিতে হুঙ্কার তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের। বললেন, 'বিরোধীরা টিভির পর্দায় আছেন, মাঠে-ময়দানে নেই। একজন বিরোধীকেও দেখবেন না মানুষের সঙ্গে আছেন।'
কবি লিখেছিলেন, আলোকরসে মাতাল রাতে, বাজিল কার বেণু। দোলের হাওয়া সহসা মাতে, ছড়ায় ফুলরেণু। কিন্তু রাজনীতি সর্বস্ব বাংলাতে দোলের হাওয়াতেও রাজনীতি মিলেমিশে একাকার! দোলের দিনও বিরোধীদের কটাক্ষ ছুড়ে দিলেন ব্য়ারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। ব্য়ারাকপুর তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেন, বিরোধীরা টিভির পর্দায় আছে, মাঠে ময়দানে নেই। একজনকেও দেখবেন না বাঙালির এই উৎসব পালন করতে মাঠে আসতে, মানুষের সাথে আসতে, কোনও বিরোধী কেউ নেই।



















