এক্সপ্লোর
Advertisement
Sarada Scam: কারা টাকা নিয়েছে, নাম উল্লেখ করে PM-CM-কে চিঠি সুদীপ্ত সেনের, 'CBI স্বতঃপ্রণোদিত মামলা করুক', দাবি সৌগতর
সাড়ে সাত বছর ধরে জেলবন্দি সারদা-কর্তা সুদীপ্ত সেন। গ্রেফতার হওয়ার এতদিন পর তাঁর একটা চিঠি ঘিরে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, কাকে কত টাকা দিয়েছেন, তাঁর নাম উল্লেখ করে গত পয়লা ডিসেম্বর চিঠি দিয়েছেন Prime Minister ও Chief Minister-কে। সেই চিঠি বিধি মেনে পাঠানো হয়েছে কারা বিভাগের এডিজি ও আইজিকে। সারদা কর্তার চিঠিতে লিখেছেন, অধীর চৌধুরি, সুজন চক্রবর্তী, বিমান বসুকে বিপুল অঙ্কের অর্থ দিয়েছিলেন। যা নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরির প্রতিক্রিয়া, তৃণমূল সরকার মনে হয় জোটকে ভয় পেয়ে চরিত্রহনননে নেমেছে। বিষয়টা নিয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছি, প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব। সুজন চক্রবর্তী বিষয়টিকে চূড়ান্ত হাস্যকর তকমা দিয়েছেন। আর বিমান বসুর কথা, ও তাই নাকি! দেখা যাবে। চিঠিতে সুদীপ্ত সেন লিখেছেন, 'মুকুল রায় প্রচুর টাকা নিয়েছেন। টাকার অঙ্ক কত ঠিক মনে করতে পারছেন না।' বিষয়টি 'গট-আপ' বলে দাবি করেছেন মুকুল রায়ও। এই চিঠির প্রেক্ষিতে TMC সাংসদ সৌগত রায় বলেন, 'এই চিঠির প্রেক্ষিতে CBI এঁদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করুক।' যদিও হাতে লেখা দু'পাতার এই চিঠির সত্যতা যাচাই করেনি ABP Ananda।
আরও দেখুন
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement