এক্সপ্লোর
Advertisement
West Bengal Assembly Election 2021: আজ মহিষাদলে Suvendu Adhikari-র সভা, কী বার্তা দেবেন সেদিকেই নজর সব পক্ষের
মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর আজ Suvendu Adhikari-র মহিষাদলে সভা। তার আগে এলাকায় Shiv Sena-র পতাকা। বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ Trinamool Congress ও BJP দুই দলই।
তবে পতাকা নয়, আপাতত সারা রাজ্য তাকিয়ে মহিষাদলে Suvendu Adhikari-র সভার দিকে। শুভেন্দু কী এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবেন! জল্পনা তুঙ্গে। মন্ত্রিত্ব ছাড়ার পর এদিনই প্রথমবার সভা করতে চলেছেন অধিকারী বাড়ির মেজ ছেলে।
মহিষাদলের ছোলাবাড়িতে স্বাধীনতা সংগ্রামী রঞ্জিত কুমার বয়ালের স্মরণসভা। তাম্রলিপ্ত জলকল্যাণ সমিতির নামে হবে সভা। সম্প্রতি রামনগরের সভা থেকেই নিজেকে মন্ত্রিসভার সদস্য বলে দাবি করার দিনকয়েকের মধ্যেই মন্ত্রিত্ব ছেড়েছিলেন তিনি। ধোঁয়াশা কাটিয়ে নিজের আগামী রাজনৈতিক পদক্ষেপ কী হবে সে নিয়ে শুভেন্দু নতুন করে মুখ খোলেন কি না সেটাই দেখার।
তবে পতাকা নয়, আপাতত সারা রাজ্য তাকিয়ে মহিষাদলে Suvendu Adhikari-র সভার দিকে। শুভেন্দু কী এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবেন! জল্পনা তুঙ্গে। মন্ত্রিত্ব ছাড়ার পর এদিনই প্রথমবার সভা করতে চলেছেন অধিকারী বাড়ির মেজ ছেলে।
মহিষাদলের ছোলাবাড়িতে স্বাধীনতা সংগ্রামী রঞ্জিত কুমার বয়ালের স্মরণসভা। তাম্রলিপ্ত জলকল্যাণ সমিতির নামে হবে সভা। সম্প্রতি রামনগরের সভা থেকেই নিজেকে মন্ত্রিসভার সদস্য বলে দাবি করার দিনকয়েকের মধ্যেই মন্ত্রিত্ব ছেড়েছিলেন তিনি। ধোঁয়াশা কাটিয়ে নিজের আগামী রাজনৈতিক পদক্ষেপ কী হবে সে নিয়ে শুভেন্দু নতুন করে মুখ খোলেন কি না সেটাই দেখার।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement