(Source: ECI/ABP News/ABP Majha)
Bengal Top Stories: রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণ, উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টি
রাজভবনের (Raj Bhavan) সামনে অফিসফেরত ফারাক্কার যুবকের মর্মান্তিক মৃত্যু। বৃষ্টিতে জলের তলায় রাস্তা। ল্যাম্পপোস্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর অভিযোগ। জলে দেহ ভাসতে দেখে পুলিশে খবর প্রত্যক্ষদর্শীদের। ফের ল্যাম্পপোস্ট থেকে খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর অভিযোগ, দায়ে এড়াল সিইএসসি। রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণ। জল থৈ থৈ কলকাতার (Kolkata) একাংশ। হাওড়া, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়ায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু। রাজ্যে একদিনে করোনা (Corona) আক্রান্ত ২০ হাজার পার। দৈনিক মৃত্যু ১৩২। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা (North 24 Pargana)। কলকাতায় একদিনে মৃত ৩৭। করোনা মোকাবিলায় রাজ্যে আসছে আরও ভ্যাকসিন। করোনার মোকাবিলায় উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে লাইন দিয়ে পুজো। কুসংস্কার নয়, চাই সচেতনতা - মত চিকিৎসকদের। বিহার, উত্তরপ্রদেশের পর মধ্যপ্রদেশের (Madhya Pradesh) নদীতে পরপর মৃতদেহ। করোনা রোগীর বলে আশঙ্কা। ভয়ঙ্কর করোনা, তেলেঙ্গানায় আজ থেকে ১০দিন লকডাউন। নাগাল্যান্ডেও শুক্রবার থেকে এক সপ্তাহের জন্য পূর্ণ লকডাউন। বিধায়ক নয়, সাংসদই থাকতে চান নিশীথ প্রামাণিক, জগন্নাথ সরকার। দিনহাটার (Dinhata) বিধায়ক পদে ইস্তফা দু-একদিনেই, দাবি নিশীথের। উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি। তেহড়িতে ভেসে গেল বেশকিছু বাড়ি ও দোকান। পুরীতে প্রবল প্রাকৃতিক দুর্যোগ। ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি। বেঁকে গেল পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় লাগানো পতাকা।