এক্সপ্লোর
Covid Updates: করোনা আবহে ভোগান্তি টেস্টেও, RT-PCR রিপোর্ট পেতে সময় লাগছে '২-৩ দিন'
সারা দেশের মতো বাংলাতেও ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনা (Corona) সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছে প্রায় ১৬ হাজার মানুষ, মৃত্যু হয়েছে ৬৮ জনের। বিশেষজ্ঞদের মতে, যত বেশি মাত্রায় পরীক্ষা (Covid Test) করা হবে, তত দ্রুত নিয়ন্ত্রণ করা যাবে সংক্রমণ। কিন্তু এই পরীক্ষা নিয়েও বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হচ্ছে মানুষ। অভিযোগ ৬ ঘণ্টার আরটি পিসিআর-এর (RT-PCR) রিপোর্ট পেতে সময় লাগছে ২ থেকে ৩ দিন। যার ফলে চিকিৎসা শুরু হওয়ার আগেই মৃত্যু হচ্ছে অনেক রোগীর। টেস্টের একসঙ্গে বিপুল সংখ্যক চাহিদা বেড়ে যাওয়ায় এই সমস্যা বলে মত চিকিৎসকদের।
রাজ্য
'খেলার মাঠে গেরুয়া পতাকা নিয়ে ঢোকার কী কারণ ছিল?' প্রশ্ন বৈশ্বানরের
কেন ১৬ জন SP, ASP থাকার পরেও একটা সুষ্ঠ ম্যানেজমেন্ট করতে পারল না?:বিশ্বনাথ
যুবভারতীতে বিশৃঙ্খলা। উদ্যোক্তা শতদ্রু দত্তর ম্যানেজারকে তলব
রিস্থিতিটা খারাপের দিকে এগোচ্ছে, কী করে সামলাবো নিজেরাই বুঝতে পারছি না:চাকরিহারা শিক্ষক
সিডনিতে একটি অনুষ্ঠানে এলোপাথাড়ি গুলিতে নিহত ১৬ জন। পাল্টা গুলিতে মৃত ১ আততায়ী
আরও দেখুন



















